Breaking News
Home / Breaking News / চাঁদপুর কচুয়ায় ড. সেলিম মাহমুদের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রমের উদ্বোধন

চাঁদপুর কচুয়ায় ড. সেলিম মাহমুদের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার সেবা কার্যক্রমের উদ্বোধন

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে শুক্রবার দুপুরে করোনা মহামারাী সংকটের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তরের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগউদ্দীনের পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক ড.সেলিম মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ১নং সাচার ইউপি চেয়ারম্যান
মনির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি রাকিবুল হাসান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক শুভজিৎ দাস, সাবেক সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমূখ।
টেলিকনফারেন্সে ড. সেলিম মাহমুদ বলেন, করোনা সংকটের সময় আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। এই অক্সিজেনগুলো আবুল খায়ের গ্রুপের কাছে চাওয়া হলে তারা আমাকে সহযোগীতার হাত বাড়িয়ে ৩০টি অক্সিজেন দেয় এবং আরো প্রয়োজন হলে দেবে বলেও আশ্বাস প্রদান করেন। ৩০ টি অক্সিজেন পালাখাল, কচুয়া সদর ও রহিমানগরসহ তিনটি স্পটে মজুদ রাখা হয়েছে। মজুদকৃত অক্সিজেন গুলো প্রতিটি এলাকার শাসকষ্ট রোগীদের মাঝে ছাত্রলীগের কর্মীদের মাধ্যমে সেবা প্রদান করা হবে।

Powered by themekiller.com