Breaking News
Home / Breaking News / কবি সারমিন জাহান মিতুর- “তুমি আসবে বলে”

কবি সারমিন জাহান মিতুর- “তুমি আসবে বলে”

তুমি আসবে বলে

সারমিন জাহান মিতু
২৯/৭/২০২১

তিনশো পয়ষট্টি দিন- পাঁচ মাস- চব্বিশ ঘণ্টা ধরে,
যে তুমির জন্য অপেক্ষিত মন অস্থির শিশু হয়ে বায়না করে রোজ।
তাকে ছেড়ে অতন্দ্র সীমান্তের কোন কিনারায়,
সাদাসিধা জীবনযাত্রায় রাত্রি যাপন।
একবার দেখে যাও বাইচ নৌকার মাঝি আমি,
উত্তাল সমুদ্রে মন ভাসাই-
কেমন করে ঝিনুকের ভেতর হতে রোজ মুক্ত টেনে মালা গাঁথি।
ওটা আমার হৃৎপিণ্ডের একটা অংশ,
যেখানে এই একটা তুমিরই অনন্ত আদিবাস।
ভালোবাসা কাকে বলে জানি না আমি,
বুঝিনা বুকের ভেতর কেনো তোলপাড় শুধু তোমার তরে।
কি ভীষণ অস্থিরতার দোলাচালে মন আমার ভাদ্রের খরতাপে শুধু পুড়ে ওঠে তোমার নামে,
এ পোড়ার সুখে আমার অহম ঝরে বুক জুড়ে।
এর নাম কি ভালোবাসা জানি না লোকে কি বলে,
তবে আমার নিত্য কাজের মাঝে যে তুমি হরহামেশাই
নানান ছলে রোদ কি’বা বৃষ্টির মান-অভিমানে
আমাকে জড়িয়ে থাকো শরৎ সন্ধ্যা সাজে।
সেই তুমি আসবে বলে বছর গড়িয়ে মেঘ-মাখানো রোদে মনের খেলা চলে,
কিন্তু সময় পেরিয়ে যায় নতুন বৈশাখের জোয়ারে ভেসে যায় অপেক্ষার ভেলা।
আজও আসোনি তুমি রেল কামরার টিকিট ওয়ালার টিকিট ফুরিয়ে যায়,
নতুন টিকিটের চাহিদায় নতুন যাত্রী সব টিকিট নিয়ে যায়।
যেনো আমার হৃৎপিণ্ডটা খাবলে তুলে নেয় ওরা।
শুনেছি এবার পূজার ছুটিতে তুমি আসবে,
আমি বেলি ফুলের মালা গেঁথে রেখেছি যদিও ওটা বিবর্ণ হয়ে যাবে –
তবুও রেখে দিলাম এই ভেবে তোমার প্রিয় বলে।
আরও প্রিয় কতো কি তুলে রাখা আছে,
আমি সেদিন লাল রিবনে দুই বেণী গেঁথে লাল টিপ আর লাল শাড়িতে অপেক্ষা করবো স্টেশন পাড়ায়।
তুমি এসো কিন্তু এবার আমি আর পারবোনা কো
তোমায় ছেড়ে একা আধমরা এই জীবন।

Powered by themekiller.com