Breaking News
Home / Breaking News / কবি- এম.আর হারুন এর” কবিতাঃ আমার ঘর ভাঙ্গলো কে?

কবি- এম.আর হারুন এর” কবিতাঃ আমার ঘর ভাঙ্গলো কে?

কবিতাঃ আমার ঘর ভাঙ্গলো কে?
লেখকঃ সাংবাদিক এম. আর হারুন
————————–
নীলগিরির মেঘের আভায়
তাল পাতার একটি ছাউনি আমার
কখনো ভিজে একাকার
কখনো আমি তার পর।

নীলগিরির সবুজ বনাঞ্চলে
আমার হাতে গড়া ফুলের বাগান,
হলুদ ঝিঙে ফুলে অপরূপ রূপে
সাজিয়ে তুলে পর্বতের প্রান।

আমার ঘরে আমিই পরাধীন
ক্ষনে ক্ষনে বৃষ্টি এসে করে জ্বালাতন,
আমি না ভ্রমর হয়ে ফুলে ফুলে
করে যাই মধু আহরন।

নীলগিরির পর্বত চূড়ায়
সন্ধা হলে আকাশ নামে,
আউলা বাতাসে চুরমার করে
বিদ্যুৎ চমকায় আসমানে।

হৃদয় মুগ্ধতার নীল পাহাড়
আকাশ ছুঁয়ে উঁকি দেয় বুকে,
শূন্য মনে চোখের জল ভাসে
আমার ঘর ভাঙ্গলো কে?

কতশত স্বপ্ন বুনে
আনমনে তোমাকে নিয়ে হারাই,
আমার ঘরে আমি রাজা প্রজা
তোমার প্রতি দু’হাত বাড়াই।

তুমি এলেনা ঘর সাজাতে
ঝিঙে ফুল হারালো সবে,
তোমার মনে কার সাধ্য বাঁধা
আমার ঘর ভাঙ্গলো কে।
০২/০৮/২০২১

Powered by themekiller.com