Breaking News
Home / Breaking News / কবি-সারমিন জাহান মিতু “সেই প্রিয় মুখ” ( মাকে উৎস্বর্গ করা)

কবি-সারমিন জাহান মিতু “সেই প্রিয় মুখ” ( মাকে উৎস্বর্গ করা)

সেই প্রিয় মুখ

সারমিন জাহান মিতু
১/৮/২০২১

এ কেমন জীবন বেঁধে দাও আমায়,
ইচ্ছারা সব বন্দী এখন।
রোজকার হিসেবে আমার আমিত্ব হরণ।
বুভুক্ষু মনের নীল রংমহল,
সব প্রেম হেঁটে যায় ঘোর অমাবস্যায়।
আমিও হেঁটে যাই সূর্যের গন্তব্য যতদুর,
একটা একটা করে পুড়ে পুড়ে
খসে পরে অঙ্গ আমার।
মনটা চিরকাল থেকে যায়,
তোমার -তোমাদের পথের তলায়।
মানুষ বোঝে না খসে পড়া নক্ষত্রের ব্যথা
বোঝেনা মনের পরাস্ত পরবাসে কতটা বেদনার দাবানল।
আমি মুক্তির মিছিলে একাকী,
মৃত্যুর কাছে ফিরে চাই জীবন।
কেউ বলেনা ফিরে এসো তুমি,
পথভ্রান্ত পথে খুঁজে ফিরি চেনা -চেনা মুখ –
অচেনা হয়ে গেছে কবে ফেলা আসা জীবন।
তবুও আশা-নিরাশার মাঝে আজও খুঁজে চলি,
সেই চেনা প্রিয়মুখ।

Powered by themekiller.com