Breaking News
Home / Breaking News / কবি – অভিজিৎ দাস এর “বৃষ্টি”

কবি – অভিজিৎ দাস এর “বৃষ্টি”

|| বৃষ্টি ||
|| অভিজিৎ দাস ||
– ০১/০৮/২১
—————————–
অতর্কিত বৃষ্টি এলো
দৌড়ালে তুমি, তোমার শরীরে লেগে থাকে
সামান্য সন্ধ্যা।
এরপর ভীষণ, ভীষণ বৃষ্টি নামে
ধুয়ে যায় স্মৃতি
রাস্তা পেরিয়ে আমিও রওনা দিই অন্য ছায়াপথে।

পরের বিকেলে
আবার আমার পাশে তোমাকে দেখতে চেয়ে
নিঃশব্দে অপেক্ষা করেছি স্টেশনে বড় ঘড়ির নিচে,
রক্তিম সূর্যও শেষ আলো ঢেলে যায় দিগন্তে
তুমি আসোনি।

আকাশে জ্বলে ওঠে লুব্ধক স্বাতী অনুরাধা…

সেদিন থেকে খুঁজছি তোমায়
সিঁড়িতে, বাসস্টপে, লাইব্রেরিতে, ল্যাপটপে, কোথায়
তুমি কোথায়…

এখন জীবনের সূর্য মধ্য গগনে

আজও বৃষ্টি হচ্ছে
অথচ প্রকৃতি কি নিশ্চুপ।
এই নির্জনতায় ওপাশে প্রাক্তন, এপাশে এখন
বৃষ্টিটাই শুধু জানে কে ভিজছে আর কে ধুয়ে যাচ্ছে।
============২৮০৭২১============

Powered by themekiller.com