Breaking News
Home / Breaking News / কবি মনিরা ইসলাম এর-“★ হাসতে শিখে গেছি ★

কবি মনিরা ইসলাম এর-“★ হাসতে শিখে গেছি ★

★ হাসতে শিখে গেছি ★
….. মনিরা ইসলাম
তাংঃ ৩০/০৭/২০২১ ——————————————- এখন আর কষ্ট পেলেই দুম করে কান্না পায়না অথচ এক সময় চিৎকার করে নিমিষেই কষ্ট গুলো কে ধুয়ে ফেলতে পারতাম।
এখন কষ্ট গুলো ভীষণ পোঁড়ায় জ্বালা টাও বেশি অথচ কি নির্বিকার ভাবে ঠোঁটের কোণে হাসিটা বাচিঁয়ে রেখেছি।
কি অদ্ভুত ভাবে পাল্টে গেছি আমার আমিত্ব কে ধ্বংস করেছি তোমাতে শান্তি খুঁজেছি।
কতটা বোকা ছিলাম আমি অষ্টাদশী মনটা কে কখন যে কফিন বন্দী করেছ বুঝতেও পারিনি।
যে চোখে সবাই মৃত্যু দেখে সাদা কাপড়ের ভাঁজে আমি সে চোখে জীবন্ত ফসিল দেখি রঙিন পোশাকের আড়ালে।
আমি কখনো সুখ খুঁজিনি একটু শান্তি খুঁজেছি তোমার লোমশ বুকে!
সেটা ও কখন হারিয়ে ফেলেছি জীবনের দুর্বিপাকে।
কষ্ট গুলো নিকোটিনের মতো একটু ঝাঁঝালো কিন্তু হজম করতে শিখে গেছি।
নিজের দিকে তাকাই যখন ভীষণ হাসি পায় কত স্বপ্ন ছিল দু’চোখে শিল্পীর আঁকা ছবির মতো জীবন হবে অথচ চিনে গেলাম ছবির পিছনের অংশ টাকে।
বাহ্ জীবন কত কিছুই না চাইতেই উপহার দিলে!
এই বেশ ভালো আছি কান্না গিলে হাসতে শিখে গেছি।
( পাণ্ডুলিপি সংরক্ষিত) রচনা কালঃ ৩০/০৭/২০২১ সিরাজগঞ্জ।

Powered by themekiller.com