Breaking News
Home / Breaking News / কবি’ সারমিন জাহান মিতুর “সাধারণ নারী”

কবি’ সারমিন জাহান মিতুর “সাধারণ নারী”

সাধারণ নারী

সারমিন জাহান মিতু
৩০-৭-২০২১

সেদিন ভেঙে ছিলো হৃদয়
আজও পারিনি জোড়া দিতে।
কাজল লেপটানো চোখে ক্ষতের জল।
তোমার চলে যাওয়া পায়ের শেষ ধাপ
তখনও পড়ে ছিলো কাদামাখা উঠানে।
আমি হতে পারিনি মির্চা এলিয়ডের
বিখ্যাত লা নুই বেঙ্গলীর ভালোবাসা।
পারিনি শেষের কবিতার লাবণ্য হতে কখনো।
আমি অতি সাধারণ নারী।
ইতিহাস জানেনা তোমার জন্য
আমার গোপন ব্যথা।
লিখিনি কখনো মৈত্রেয়ী দেবীর মতো বিখ্যাত উপন্যাসের পাতায় ন হন্যতে।
তবুও হৃদয় কম্পনে বয়ে চলে আজও
কষ্টের অপর নাম ভালোবাসা।
নদীর মতো সে শুধু নীরবতার হুতাশন,
ভেঙে যায় এ কূল স্রোত ধারায়।
ভাঙেনা কখনো অপরাজিত ভালোবাসা,
গতকাল ছিলো যা তোমার জন্য তুলে রাখা –

আজও আছে মনের মধ্যে অকূল হাহাকারে।
শুধু সময়টা বড়ো অসময়ে।

Powered by themekiller.com