Breaking News
Home / Breaking News / কবিতাঃ ঘূর্ণিঝড়

কবিতাঃ ঘূর্ণিঝড়

কবিতাঃ ঘূর্ণিঝড়
সালমা ডলি
৩০.০৭.২০২১

বিরূপ প্রকৃতি ফুঁসছে আকাশ
ফুঁসছে সমুদ্রের জল,
প্রচণ্ড গতিতে বইছে বাতাস
চারিদিকে ভীষণ কোলাহল।

ধেয়ে আসছে সমুদ্রের বল
প্রচণ্ড উন্মাদ ঘূর্ণিঝড়,
তার রোষে হয় বেসামাল
শত শত বাড়িঘর।

আজানের ধ্বনি ভেসে আসে
ঘন্টা বাজে মন্দিরে,
উন্মাদ প্রকৃতি প্রাণ নাসে
দিবস ডুবে অন্ধকারে।

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড গাছপালা
বাড়ে ফুটফুট জল
বাতাসে উড়ে চিনের চালা
ভাসে মানুষের দল।

ঘূর্ণিঝড়ের চাকা ঘুরে উত্তর গোলার্ধে
ঘড়ির কাটার বিপরীতে,
ক্ষয়ক্ষতি প্রাণহানি হয় দক্ষিণ গোলার্ধে
এরই নাকি বদৌলতে।

বৈশ্বিক উষ্ণায়ন ঘূর্ণিঝড়ের কারণ,
মানুষের হয়না হুস
নিজের অজান্তে ডেকে আনে মরণ
সব বিধাতার দোষ।

ঘূর্ণিঝড় নামধারণ করেছে কত
সিডর,আইলা,নার্গিস,ফণি
এমনি তারকা নাম কতশত
আজ পৃথিবীতে শুনি।

Powered by themekiller.com