Breaking News
Home / Breaking News / “অন্তমিল”

“অন্তমিল”

অন্তমিল
ইন্দ্রজিৎ বিশ্বাস
২৪-০৭-২০২১

প্রবাদের অতীন্দ্রিয় অন্তমিলে-‘পুনশ্চ যে বিষাদ
রেখেছো প্রশান্ত ক্ষমায়–প্রিয়,,, প্রসন্ন জটিল চাপে,
দুঃখ-কে বলেছো নৈসর্গিক অবসাদ—–
ঈশ্বরের অভিপ্রায়,‌
জীবনের বর্ণগন্ধা মৈল পাহাড়ে রেখেছো,,,,
এ জন্মের নিঃশব্দ চাওয়া—প্রিয়—
প্রবোধ সংকেতে মিশে গেছো– বোবা আকাশে, দগ্ধনীলে।
দহনে ঋজু জলচক্র – পোড়া বৈরাগী
বেলা শেষে তবুও তোমার দুয়ারে আসেনি তারা—
অপরাধ বোধে–নাগরিক সভ্যতা- আমৃত্যু অসুখ।

দংশনে মৃত্যু নয়, দ্বন্দ্বে ক্ষত নয়,
দাতব্য সময় কাটে বোধিসত্ত্ব সুখে——–
সকালের বলভদ্র আলো’র মৃত্যু বিকেলের খয়েরি বার্ধক্যে,
একদিন, দুই দিন- এক সপ্তাহ গড়িয়ে যায় নতজানু করজোড়ে,
আসামি অতীত চলে গেছে, আসমানি কিতাবে-
তুমি সন্ধামণী ঘ্রাণ——প্রিয়
বিষাদ চাপা রাখো–পুনশ্চ জটিল তৃষ্ণার কাপে।

আগস্ত্য শরতে-ও সুখি তুমি, বিষাদ প্রসবের নীল খামে-ও,,,
শ্রান্তি নেই, তমাল গাছের পত্রমোচী সারি,
ঝড় বৃষ্টি–দেখেছো, নগ্ন জড়াজড়ি
পথের খাদে শুকনো পাতার তুচ্ছ গড়াগড়ি—
জীবন প্রবাদের অন্তমিলে কুড়িয়েছো,বেলা শেষে–
আরক্ত আকাশ — বিষাদের বীনে রবীন্দ্র-নজরুল।

প্রিয়,,,,অবগুন্ঠণ তোলো—কল্পিত মেঘে
দু-চারটে নিয়ম ভাঙো—–
কিছু শব্দ ফেড়ে-ফেলো,,, গনগনে পুলকসঞ্চারে,
একফোঁটা বৃষ্টি-ও পেতে পারে — হয়ে যায়
ফেনিল সাগরের ভয়ংকর তুফান।

Powered by themekiller.com