Breaking News
Home / Breaking News / তুমিহীনা কবিতারা

তুমিহীনা কবিতারা

শিরোনামঃ “তুমিহীনা কবিতারা”
কলমেঃ সাইকা আলম
——————————–
এখন কবিতারা আর গান হয়ে উঠেনা,
যে গানে তুমি ছিলে,আমি ছিলাম আরও ছিল নিঝুম সন্ধ্যায় উড়ে যাওয়া এক ঝাঁক বন পাখি।

এখন কবিতারা ছন্দে আনন্দে আর বৃষ্টিতে ভিজেনা।
এখন কবিতারা আর রাত জেগে তারা গুণেনা
তোমার ভালোবাসা এখন যেন পূর্ব থেকে পশ্চিমে ছুটে বেড়ানো জল জ্যোৎস্নার স্ফুরিত ছোট ছোট কনা
এখন কবিতারা তোমাকে না পাওয়ার বেদনায় শুধু বিদ্রোহী সেনা।
এখন কবিতারা তপ্ত রোদে রাজপথে দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের জন্য স্লোগানে স্লোগানে ব্যানার ফেস্টুন প্লে কার্ড হাতে প্রতিবাদের ঝড় তুলে।

এখন কবিতারা মাঝ রাতে বুকের গভীরে অধিকার বঞ্চিত মানুষের প্রতিভাসিত মুখ হয়ে উঠে।
এখন কবিতারা শুধু মানুষের কথা বলে
যে মানুষ নিপিড়ীত নির্যাতিত নিগৃহীত অপমানিত যাদের জীবনে প্রেম নেই ভালোবাসা নেই প্রবল ঘৃণা আর অনিদ্রার অভিশাপে পথহারা পথিক হয়ে পথেঘাটে ঘুরে।
এখন কবিতারা শুধু একটি প্রতিবাদী মানুষ খুঁজে।

তোমাকে না পাওয়ার ক্ষোভ যেমন হৃদয়ের দহন বাড়িয়ে দেয় তেমনি কিছু মানুষের স্বপ্ন,ক্ষুধা,দারিদ্র্য,বেঁচে থাকার অধিকারও আগুনের প্রজ্জ্বলিত শিখায় প্রতিবাদী হয়ে উঠে,এই সব লেলিহান শিখার যন্ত্রনা থেকে মানুষকে মুক্ত করার নামও ভালোবাসা।

আমার কাছে কবিতা এখন শুধু বিদ্রোহী চাওয়া
আমার কাছে কবিতা এখন তোমাকে কাছে না পাওয়া
আমার কাছে কবিতা এখন তুমিহীনা মধ্য রাতের নিঃসঙ্গ বৃষ্টি;
আমার কাছে কবিতা এখন মানুষের চাওয়ায় নতুন কিছু সৃষ্টি।

Powered by themekiller.com