Breaking News
Home / Breaking News / “হেলং থেকে পেলিং”

“হেলং থেকে পেলিং”

একটু অন‍্যরকম…চলবে…?
—————————————-
হেলং থেকে পেলিং
২৯/০৭/২০২১
অনমিত্র সান্যাল

মাছ কাটছেন কাটুন,দাদা পেটি-র দিকটা রাখুন…
দাদা রবিবারের বাজার,দাদা একটুখানি সরুন,
নড়াচড়া করুন,না-হয় বাঁ-দিকটাতেই নড়ুন,
উফ্! কাটা ঘায়ে পা দেবেন না,ল্যাম্পপোস্টটা ধরুন,

এতো দেখছি অনেকটা দাম,
শুনেই ক্লীষ্ট,হা অদৃশ‍্য খাবার আরাম …
এ দামে তো হয়েই যাবে কিলোখানেক মাটন..
দাদা হেলং থেকে পেলিং, দাদা একটুখানি হাঁটুন..
প্লীজ,পেটির দিকটা রাখুন…
দামটা যদি পছন্দ হয়,একটুখানি কাটুন,
অনেক হোলো মাটন,চিকেন ,মুড়োও একটু রাখুন,
ধাক্কা দিলেন দিন,পেছনটাতেই দিন
আজ মারা যায় যাক,রোজ বেড়ে যায় ঋণ।

হেলং থেকে পেলিং,দাদা, একটুখানি হাঁটুন,
পেটির দিকটা রাখুন মাইরী…পেটির দিকটা রাখুন
বৌ-য়ের জন্য বাঁচুন…নয়তো পেছন মেরে উল্টে দেবে
শ্বশুরবাড়ি,
রিক্ত হাতে ধুতির কাছা ধরুণ…
“ল্যাজার দিকটা ?”না,না,ওটা নেব না,
একটুখানি সরুন, দাদা নড়াচড়াও করুন
দাদা একটুখানি সরুন…
মাছ কিনতেই পকেটখালি ,বাজারদরটা দেখুন
এত সাত-পাঁচ না ভেবে,মাছটা আগে কিনুন,
মশাই, রবিবারের বাজার থেকে জলদি কেটে পড়ুন…
একটুখানি হাঁটুন ,দাদা,পারলে পুরো হাটুন…
হেলং থেকে পেলিং দাদা ,পারলে জোরে হাঁটুন…।

Powered by themekiller.com