Breaking News
Home / Breaking News / চান্দ্রায় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায়,অবশেষে চান্দ্রা চৌস্তার দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন দূরহল।

চান্দ্রায় ইউপি চেয়ারম্যানের প্রচেষ্টায়,অবশেষে চান্দ্রা চৌস্তার দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন দূরহল।

মোঃ হোসেন গাজী।।

মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি এমপি’র ভ্যানগার্ড হিসাবে পরিচিত ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী এবং এলাকার গন্যমান্যদের নিয়ে একাধিক বৈঠক করে অবশেষে চাঁদপুর- শরীয়তপুর সংযোগ সড়কের চান্দ্রা চৌস্তার হাইওয়ে রোডের দীর্ঘ দিনের জলাবদ্ধতা নিরসন করতে সক্ষম হয়েছে। দীর্ঘ দিনের অব্যবস্হাপনা ও অবহেলিত হয়ে পরে থাকা চাঁদপুর -শরীয়তপুর সংযোগ সড়কের চান্দ্রা চৌস্তার হাইওয়ে রোডের ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হলো। এস্হানটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ শানজিদা পরিদর্শন করেন বলে স্হানীয় এলাকাবাসী জানান। এদিকে স্হানীয় এলাকার ব্যাবসায়ী আলাউদ্দিন মিয়া বাবলু গাজী, আনু গাজী, খোরশেদ গাজী,ব্যবসায়ী জাহিদ হাসান মল্লিক সহ স্হানীয় এলাকার জনসাধারণ ও গন্যমান্যদের সহযোগিতায় এই নব নির্মিত ড্রেনেজ ব্যবস্থার নির্মিতব্য কাজ সম্পন্ন হলো। স্হানীয় এলাকার একাধিক জনসাধারণ বলেন ইতিপূর্বে সামান্য বৃষ্টিপাত হলেই এই সড়কের দুই পার্শ্বে হাটু পানি জমে পথচারী সহ দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচলে জনদূর্ভোগ পোহাতে হতো। ফলে রাস্তায় ব্যপক যানজটের কারনে জনদূর্ভোগ ও সৃস্টি হতো বলে স্হানীয় এলাকাবাসী জানান। এই মহত্তম সামাজিক কাজে কৃতজ্ঞতা প্রকাশ করে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ইউপি চেয়ারম্যানও তার বক্তব্যে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

Powered by themekiller.com