Breaking News
Home / Breaking News / ছেংগারচর বাজার স্কুল রোড নিস্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাটু পানি

ছেংগারচর বাজার স্কুল রোড নিস্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাটু পানি

ফারুক হোসেন ঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার অতি জনগুরুত্বপুর্ণ ছেংগারচর বাজারের স্কুল রোড। ওই রোডে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরমে। একটু বৃষ্টি হলেই মোল্লা লাইব্রেরী সামনে থেকে সড়কে হাটু পানি জমে থাকে। এতে পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পরে।

জানা যায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন এ সড়ক দিয়ে পাচ থেকে সাত হাজার মানুষ আসা-যাওয়া করে । ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়সহ ছেংগারচর ডিগ্রী কলেজের কয়েক হাজার শিক্ষার্থী যাওয়া-আসা করে।
এছাড়াও উপজেলার বিভিন্ন গ্রামের মানুষও ছেংগারচর বাজার স্কুল রোড হয়ে ছেংগারচর বাজার সহ উপজেলা সদরে আসা-যাওয়া করে থাকে।

আধা কিলোমিটারেরও কম দৈর্ঘ্যের সড়কটিতে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই হাটু পানি জমে যায়। এতে এই সড়কে চলাচলকারী শিক্ষার্থীসহ সাধারন মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ।

এ সড়কটিতে নিস্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হাটু পানি দিয়েই মানুষ চলাচল দুর্ভোগের চিত্র সরোজমিনে
দেখা যায় ।
স্কুল রোড মোল্লা লাইব্রেরীর ম্যানেজার আবু ইউসুব জানায় , হালকা বৃষ্টি হলে এখান দিয় চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। কাপর ব্যবসায়ী রহমতউল্লাহ বলেন বৃষ্টি বেশি হলে সড়ক তলিয়ে গিয়ে আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে পানি ঢুকে। এছাড়াও স্হানীয় ব্যবসায়ী ও পথচারীদের জোরালো দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ। দ্রুত সড়কটি নিস্কাশন ব্যবস্থা করার।

ছেংগারচর পৌর প্রকৌশলী সাথে কয়েকবার মোবাইলে যোগাযোগের চেস্টা করে তাকে পাওয়া যায়নি।

Powered by themekiller.com