Breaking News
Home / Breaking News / কচুয়ায় মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের মেরামত কাজে চরম অনিয়ম দুর্নীতির অভিযোগ

কচুয়ায় মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের মেরামত কাজে চরম অনিয়ম দুর্নীতির অভিযোগ

মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ১০ লক্ষ টাকার মেরামত কাজে চরম অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১২জুন) সরজমিনে গেলে স্থানীয় লোকজন অনিয়ম কাজের চিত্র দেখিয়ে বলেন, বিদ্যালয়ের নিছ এবং দ্বিতীয় তলার ৪টি কক্ষে গত ১ সাপ্তাহ পূর্বে ফ্লোর টাইলস্ কাজে নেট ফিনিশিং না খুঁটে শুধুমাত্র বালি ফেলে টাইলস্ বসিয়ে নিম্ন মানের কাজ করায় আমরা এলাকাবাসী প্রতিবাদ করলে ১ দিন কাজ বন্ধ রেখে পরেরদিন আবার কোন অদৃষ্টের কারণে একই ভাবে টাইলস্ বসিয়ে কাজ সমাপ্ত করে। এছাড়াও দেওয়ালে নিম্ন মানের রং লাগানোর ১ সাপ্তাহর মধ্যেই বিনষ্ট হওয়ার চিত্র দেখান তারা। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন জানান, বিষয়টি আমি অবগত হয়ে চাঁদপুর জেলা শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ও কচুয়াসহ বিভিন্ন উপজেলার দায়িত্ব প্রাপ্ত শিক্ষা প্রকৌশলী জসিম উদ্দিন কে জানানোর পর তারা সরজমিনে এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেও অধ্যাবদি এর কোনো সুরাহ না করায় তিনি দুঃখ প্রকাশ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্লাহ”র নিকট সরাসরি সাক্ষাতে এ অনিয়ম দুর্নীতির কথা জানতে চাইলে তিনি সটকে পড়েন। তবে সহকারী প্রধান শিক্ষক অরুন চন্দ্র দাশ বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় তলার ৪টি কক্ষে অনিয়মে টাইলস্ লাগানোর চিত্র দেখিয়ে জানান, আমাদের প্রধান শিক্ষক এসব অনিয়মের টাইলস্ এবং রং লাগানো দৃশ্যের ছবি তোলে দায়িত্ব প্রাপ্ত প্রকৌশলীদেরকে অবগত করেছে।
উপজেলা শিক্ষা প্রকৌশলী জসিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে জানান, আমি ঠিকাদারকে বলেছি যেসব কক্ষে নেট ফিনিশিং না খুঁটে টাইলস্ লাগানো হয়েছে তা উত্তোলন করে পুনরায় মেরামত করার জন্য এবং রবিবার (১৪ জুন) তিনি সরজমিনে পরিদর্শনে আসবেন বলেও জানান।

Powered by themekiller.com