Breaking News
Home / Breaking News / কচুয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

কচুয়ায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

মপিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নির্মাধীণ ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে মুজিব বর্ষ উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রথম পর্যায়ের ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। তন্মধ্যে কচুয়া উপজেলার মসজিদটিও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রকিবুর রহমান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, ইসলামী ফাউন্ডেশন চাঁদপুরে উপ-পরিচালক খলিলুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটোয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের লোকজন। প্রধান মন্ত্রী ভার্চুয়ালি মসজিদ উদ্বোধনের পর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এছাড়াও বক্তব্য রাখেন- চাঁদপুরের জেলা প্রশাসক ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Powered by themekiller.com