Breaking News
Home / Breaking News / চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়া মাদক ক্রয় বিক্রয় ও পাঁচারের ট্রানজিট

চাঁদপুরের কচুয়ার সাতবাড়িয়া মাদক ক্রয় বিক্রয় ও পাঁচারের ট্রানজিট

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় মাদকের রমরমা ব্যবসা অব্যাহত রয়েছে। প্রকাশ্যে দিবালোকে মাদক ক্রয় বিক্রয় ও পাঁচার করার অভিযোগ রয়েছে। এর ফলে কচুয়ার সর্বত্র যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বলে সচেতন মহলে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। সুত্রে জানা যায় বহু বছর থেকে প্রতিনিয়ত চলছে মাদক ক্রয় বিক্রয় চলছে কচুয়া উপজেলার রহিমানগর উত্তর বাজার বাসষ্টেশন সংলগ্ন সাতবাড়িয়া নামক গ্রামে। মাঝে মধ্যে সাদা পোশাকধারী আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক করে জেল হাজতে প্রেরন না করেই তাদের দপ্তরে কিংবা আশপাশে নিয়ে ২/৪ ঘন্টা পর ছেড়ে অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের মাঝে চরম হতাশার সৃষ্টি হয়। উক্ত গ্রামের চকিদার বাড়ির লোকমান ও তার সদস্যসহ কিছু শীর্ষ নামধারী মাদক ব্যবসায়ী একই গ্রামের মাদক বিক্রেতারা পর্দার আড়ালে কতিপয় গড-ফাদার যুবকদের কাছ থেকে গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন মাদক পাইকারী দামে ক্রয় করে এনে বাজারে বিক্রি করছে। প্রতিদিন সকাল থেকে রাত ১২/১ টা পর্যন্ত দেদারছে চলছে এ গ্রামে মাদক ব্যবসা। এতে করে দিন দিন মাদক সেবনে বৃদ্ধি পাচ্ছে এলাকার যুবসমাজ। মঙ্গলবার (২৫মে) সরজমিনে গিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী লোকমানকে জিজ্ঞাসাবাদ করলে সে জানান, ১৫/২০ বছর পূর্বে এ ব্যবসা করতো এখন আর মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত নয় বলে জানান। গত ৪/৫ দিন আগেও সাদা পোশাকদারী আইন শৃংখলা বাহিনীর পুলিশ তাকে আটক করার পর তার দেহ এবং বাড়ি তল্লাশী চালিয়ে মাদক না পেয়ে ছেড়ে দেয় বলেও জানান। সাতবাড়িয়া গ্রামে কারা মাদকের ওই গড-ফাদার যুবক এবং পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহন না করলে কচুয়া উপজেলা মাদকের আখড়ায় পরিনত হওয়ার আশংকা করা হচ্ছে।

Powered by themekiller.com