Breaking News
Home / Breaking News / চাঁদপুর চান্দ্রায় ইউনিয়ন আওয়ামীলীগের হস্তক্ষেপে জেলেদের চাল দেওয়া শুরু

চাঁদপুর চান্দ্রায় ইউনিয়ন আওয়ামীলীগের হস্তক্ষেপে জেলেদের চাল দেওয়া শুরু

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে জেলে পরিবারের জাটকা চাল নিয়ে ব্যাপক দুর্নীতির ঘটনায় বেশ কিছুদিন চাল দেওয়া বন্ধ থাকলেও অবশেষে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পুনরায় ছাড় দেওয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চান্দা ইয়াকুব আলী সাহেব উচ্চ বিদ্যালয়ে সারিবদ্ধ ভাবে জেলেদের লাইনে দাঁড় করিয়ে চাল বিতরণ করা হয়।
১৯৫৮ জেলেদের মাঝে চাল বিতরণ ২ কিস্তির চাল একসাথে চাল দেওয়া শুরু হয়। প্রতি জেলেকে একসাথে দুই কিস্তির চাল নিয়ম অনুযায়ী না দেওয়ালে জেলেদের অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা চাল দেওয়া বন্ধ করে।
অবশেষে চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম মিয়াজীর উদ্যোগে ও ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজু পাটোয়ারীর হস্তক্ষেপে উদ্ধত নেতৃবৃন্দ দের নির্দেশনায় অবশেষে চাল দেওয়া শুরু হয়।
চন্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী উপস্থিত থেকে অবশিষ্ট চাল ৩৬ কেজি করে জেলেদের মাঝে বিতরণ করেন।
চাল বিতরণ সময় সকল মেম্বার, ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চান্দ্রা ইউনিয়নে জেলেদের চাল কম দেওয়ার অভিযোগ পাওয়ার পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ চালের দুর্নীতির ঘটনায় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যকে প্রধান করে তদন্ত টিম গঠন করেন।
জেলেদের চাল কম দেওয়ার বিষয়ে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ৭ কার্যদিবসের মধ্যে তদন উপজেলার নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে চাল দেওয়া বন্ধ করে দেওয়া হয়।

Powered by themekiller.com