Breaking News
Home / Breaking News / জামালপুরের মাদারগঞ্জে, বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকসহ তিনজনের মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে, বিদ্যুৎস্পৃষ্টে স্কুল শিক্ষকসহ তিনজনের মৃত্যু

নিপুন জাকারিয়া:–

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতায়িত হয়ে স্কুল শিক্ষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বীর লোটাবর এলাকার মোফাজ্জল হোসেন এর ছেলে রাজু আহম্মেদ ( ৩৫ ), বিন্দু শেখের ছেলে মিন্টু শেখ ( ৪০)ও হাটবাড়ী এলাকার মৃত আজিম উদ্দিন বেপারীর ছেলে ইলিম উদ্দিন (৬৫)। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আহতরা হলেন, শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারের সাখায়াত হোসেন ( ৫৫ ) ও সুমন মিয়া ( ৪০ )।

স্থানীয় সুত্রে জানা গেছে, শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে নিহত রাজু’র টিনশেড ভবনে বেকারীর ব্যবসা করতো মিন্টু শেখ। অন্যদিকে গরু মাংসের ব্যবসা করতো নিহত ইলিম উদ্দিন ও আহত সাখায়াত হোসেন । ঘর পুরাতন হওয়ায় সেটি সংস্কারের উদ্যোগ নেয় নিহত মালিক রাজু। ঘরের টিনের বেড়া সবাই মিলে স্থানাস্তর করতে গেলে, এমন সময় উপরে বিদ্যুৎ এর তারের সাথে বেড়ার স্পর্ষ হলে বিদ্যুৎপৃষ্ঠে সবাই মাটিতে অচেতন হয়ে পরে। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহত রাজু সরিষাবাড়ি দিবা শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। শিক্ষকতার পাশাপাশি অফসেট ও ফার্মেসী ব্যবসার সাথে জড়িত ছিলেন। অন্যদিকে মিন্টু শেখ মীন বেকারীর মালিক ছিলেন অপরদিকে নিহত ইলিম উদ্দিন গরুর মাংস ও চামড়ার ব্যবসার সাথে জড়িত ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামগঞ্জ কালিবাড়ী পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোশায়েদ খাঁন জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারো কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে তাদের এ মর্মান্তিক মৃত্যুতে কালিবাড়ি বাজার ও বীর লোটাবর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Powered by themekiller.com