Breaking News
Home / Breaking News / দেশে রাশিয়ার টিকা ‘স্পুটনিক ফাইভ’ জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ

দেশে রাশিয়ার টিকা ‘স্পুটনিক ফাইভ’ জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ

অনলাইন নিউজঃ
রাশিয়ার করোনা টিকা ‘স্পুটনিক ফাইভ’ বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদনের সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। ওষুধ প্রশাসন অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি এ সুপারিশ করে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে ওষুধ প্রশাসন অধিদপ্তর এক সভার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।এর আগে চীনের সিনোফার্ম এবং রাশিয়ার স্পুটনিক-৫ ভ্যাকসিন কেনার জন্য সুপারিশ করেছিল কভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তির উৎস ও সংগ্রহসংক্রান্ত কোর কমিটি। সোমবার (২৬ এপ্রিল) কমিটি তাদের এ সুপারিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।গত শুক্রবার (২৩ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-৫ দেশেই উৎপাদনের জন্য মস্কো-ঢাকা সম্মত হয়েছে। চলছে চীনা ভ্যাকসিন আনার আলাপ-আলোচনাও।

Powered by themekiller.com