Breaking News
Home / Breaking News / হরিনায় নৌ-পুলিশের অভিযানে ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা, ৬ জেলে আটক।

হরিনায় নৌ-পুলিশের অভিযানে ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা, ৬ জেলে আটক।

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১২০ কেজি জাটকা, ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল সহ ৬ জেলেকে আটক করেছে।
হরিনার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোঃ নাসিম হোসেনের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষীপুর মডেল ইউনিয়নের বহরিয়া ঘাট থেকে মাছ নিধন কালে ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল, ১টি নৌকা,জাল সহ ৬ জেলেকে আটক করেছে।

১৮ এপ্রিল রবিবার বিকালে হরিনার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম হোসেনের সাহসিকতার পরিচয় দিয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে বহরিয়া ঘাট থেকে ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১২০ কেজি জাটকা, একটি নৌকা ৬ জন জেলেকে আটক করেছে।
চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা এবং অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানের সময় জব্দ ৩০ লক্ষ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:- ১। মােঃ আরশাদ খাঁ (৩৫), পিতা- জাফর আলী খাঁ, (সাং- জয়পুরা, খাঁ বাড়ি, জহিরাবাদ ইউনিয়ন) , ২। দেলােয়ার মােল্লা (৩২), পিতা- মৃত রাজ্জাক মােল্লা, ৩। মােঃ আল-ইসলাম (১৯), পিতা- আনােয়ার হােসেন মােল্লা, ৪। মােঃ বাবু মােল্লা (২৫), পিতা- মৃত রাজ্জাক মােল্লা, (উভয় সাং- দক্ষিন বরােচর, মােল্লা বাড়ি, এখলাছপুর ইউনিয়ন), ৫। রহমত আলী কুড়ালী (৪৫), পিতা- মৃত হাছান আলী কুড়ালী, (সাং- দক্ষিন বরােচর, কুড়ালী বাড়ি, এখলাছপুর ইউনিয়ন), ৬। মােঃ মামুন মিজি (২১), পিতা- মৃত এরফান মিজি, (সাং-দক্ষিন বরােচর, মিজি বাড়ি, এখলাছপুর ইউনিয়), সর্ব থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুর ।
হরিনার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নাসিম হোসেন জানায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, জাটকা নিধন বন্ধে নৌ পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে জাল নৌকা জেলে ও জাটকা মাছ জব্দ করেছে। তারই ধারাবাহিকতায় হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির একই সাথে দুটি অভিযান পরিচালনা করে এ সফলতা অর্জন করেছেন। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে যাঁরা নদীতে মাছ ধরবে তাদের বিরুদ্ধে নৌ পুলিশের কঠোর অবস্থান থাকবে। নৌ পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে কোন অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না।

Powered by themekiller.com