Breaking News
Home / Breaking News / মতলব উত্তরে আটকেপড়া ধান কাটা শ্রমিকদের কুড়িগ্রামে পাঠাল পুলিশ

মতলব উত্তরে আটকেপড়া ধান কাটা শ্রমিকদের কুড়িগ্রামে পাঠাল পুলিশ

ফারুক হোসেন :

চাঁদপুরের মতলব উত্তরে আটকেপড়া ২৬ শ্রমিক ধান কাটার জন্য কুড়িগ্রামের অলিপুরে গাড়ি মাধ্যেমে পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মতলব উত্তর থানার পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ২৬ জন কৃষি শ্রমিকে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বাংলাবাজার (শ্রীরায়েরচর) থেকে গাড়ি করে কৃষি শ্রমিকদের কে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর ব্যবস্থা করা হয়।

এ সময় তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে জীবানুনাশক স্প্রে করে গাড়িতে উঠানোসহ করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয় বলে জানান মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ শাহজাহান কামাল।

থানা অফিসার ইনচার্জ শাহজাহান কামাল জানান, এসব শ্রমিকরা কৃষিকাজ ও শ্রমভিত্তিক বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন এলাকাতে যায় । তারা প্রতি বছর ধান কাটার মৌসুম কুড়িগ্রামের উলিপুরে এলাকায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করেন। কিন্তু করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণার পর গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় তারা মতলব উত্তরে আটকা পড়েন।

দেশের কৃষি কার্যক্রম ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি শ্রমিকদের সেখানে প্রেরণের জন্য আমরা সহযোগিতা করেছি।

এ সময় উপস্হিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) আহসান হাবীব।

Powered by themekiller.com