Breaking News
Home / বিচিত্র খবর / পরিতাপ হয় কি তোমার?

পরিতাপ হয় কি তোমার?

পরিতাপ হয় কি তোমার?

নিপুন জাকারিয়া:—

প্রখর রৌদ্র-ছায়া, মুশুল ধারে বৃষ্টি,
নতুনের নতুনত্বপ্রাপ্তি, প্রকৃতির সৃষ্টি,
ঝড়ে ঝড়ে চারদিক বইছে বাতাসের শব্দ,
ঘরে ফিরা জনরোষ, কোলাহল মুক্ত।
দূর্গম পথেও দাড়িঁয়ে দু’জনে কত না পথ চলা।
মনে রাখে ক’জনে, আজ সব কিছু ভুলা।

চারিদিকে অন্ধকারে পিচ্ছিল রাস্তা,
শক্তিবলে সহৃদয়তা,
হাতে ধরা বাইকটা।
ছিল বিশ্বাস ও আস্তা।
হারানোর কিছু নেই,
ছিল না তো ভয়,
সকল ভয়কে করেছিলাম হৃদয় দিয়ে জয়।

কোরআনের পবিত্রতম বাণী,
আমরা ক’জনে মানী,
ধর্মকে ধুর্মজালে নির্বিচারে করি হ্রাস।
ধর্ম চার্জের সামনে দাড়িঁয়ে,
ধর্মবাণীকে হৃদয়ে জড়িয়ে,
কতই না করি পরিহাস।
আসলে আমরা মানব জীবনে,
কতটুকু রাখি আশ্বাসে দেওয়া বিশ্বাস।

ভঙ্গ করি তা ক্ষণে ক্ষণে,
স্বপ্নগুলি স্বপ্নে বাসিয়ে করি গ্রাস।
ইসলামের সেই দৃষ্টিগোচরে,
শাস্তি হবে কি গো স্বর্গ-নরকে
বিধানকর্তার বিধানসভার,
উঠবে কি স্বপ্নভঙ্গের পরিহাস।

নিষ্ঠুরপ্রকৃতির এই জগতে,
হৃদয়ে হবে কি অনুতাপ।
ঘরে বন্ধি সকল দেহ,
করোনা দিয়েছে করল গ্রাস।
প্রতিটি রাত নিঘুমে কাটে,
ব্যাথা ভরা চোখ, জল ধরে রাখে।
সব কিছু ফেলে, মুঠোফোন তুলে,
করি নিজের সাথে সন্ধি।
করেছো কি কখনো পরিতাপ,
নাকি নিজের মাঝেই সন্ধিক্ষণে,
সবকিছু ভুলে, করেছো অন্যরকম সন্ধি।

Powered by themekiller.com