Breaking News
Home / ইতিহাস ও ঐতিহ্য / ৭১ এর অনুভূতি

৭১ এর অনুভূতি

৭১ এর অনুভূতি
তোমার দেশ,আমার দেশ, বাংলাদেশ

শামীমা ইসলাম বর্ষা

একটু একটু করে বেড়ে উঠছে
মাতৃ জঠরে একটা ভ্রূণ,
পা দিয়ে গুড়ি দিচ্ছে
জন্মের প্রাচীর
বেরিয়ে আসার জন্য।
মুক্ত বাতায়নে
স্বাধীনতা চাই তার।

এক মাস দুমাস করে
চলে আসে নয় মাস,
বেদনায় নীল কন্ঠ পাখি
ডেকে উঠে।
রক্তে বুকে বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা,
ছোপ ছোপ রক্তে রাজপথের চিৎকার।

আঁচলে আগুন নিয়ে দৌড়ে আসছে শত শত নারী
বুলেটে ঝাঁঝরা কঙ্কাল গুলো
মুষ্টি বদ্ধ হাতে হেঁটে আসে,
আকাশে বাতাসে চিৎকারে
প্রতিধ্বনি হয় বিশ্বময়।

জঠর থেকে বেরিয়ে আসা
রক্তাক্ত ভ্রণটি কে?
জানাও জানাও,জানাও বলে চিৎকারে
আকাশে বাতাসে প্রতিধ্বনি।

সবুজ জমিনে লাল গোলাপ এসে বলে,
থামো তোমরা,
আমি বলছি,
এই ভ্রণটির পরিচয়
সদ্য জন্ম নেয়া এই ভ্রণ
তোমার দেশ, আমার দেশ
প্রিয় বাংলাদেশ।

Powered by themekiller.com