Breaking News
Home / Breaking News / বৈরী আবহাওয়ায় চাঁদপুর-নারায়নগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

বৈরী আবহাওয়ায় চাঁদপুর-নারায়নগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ষ্টাফ রির্পোটারঃ
বৈরী আবহাওয়ায় উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের কারণে চাঁদপুর নৌ-বন্দরকে স্থানীয়ভাবে ২ নম্বর নৌ-হুসিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। যার কারণে চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলো চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সকাল থেকে এই রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয় চাঁদপুর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
চাঁদপুর লঞ্চ মালিক প্রতিনিধি বিপ্লব সরকার জানান, ৬৫ ফুটের নিচে কোন লঞ্চ অর্থাৎ এক তলা লঞ্চগুলো শুক্রবার সকাল থেকে বন্ধ। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ওইসব লঞ্চগুলোর চলাচল ছিলো।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা কাউছার আহমেদ বলেন, বৃহস্পতিবার থেকেই আবহাওয়া ভাল না থাকায় শুক্রবার সকাল থেকে চাঁদপুর-নারায়নগঞ্জ রুটের সব কটি লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আবহাওয়া দফতর থেকে চাঁদপুরে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে চাঁদপুর-ঢাকা রুটের সবগুলো লঞ্চ শিডিউল অনুযায়ী ছেড়ে যাচ্ছে।

Powered by themekiller.com