Breaking News
Home / Uncategorized / জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ীর উদ্বোধন

জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের গাড়ীর উদ্বোধন

নিপুন জাকারিয়া :–

জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং প্রশিক্ষণের দুটি গাড়ী উদ্বোধন করা হয়েছে। ১৯ অক্টোবর সোমবার সকালে কারিগরি প্রশিক্ষণের হল রুমে উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে, বৃহৎ যুব শক্তিকে কর্মমূখী করতে, বর্তমান সরকার বেকারত্ব দূরীকরণে সফল ভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী করার জন্য কারিগরি প্রশিক্ষণে বিভিন্ন কোর্সের চালু করেছে সরকার। যার মাধ্যমে যুবকদের হাতে কলমে শিখানো হয়। পরবর্তী দেশে বিদেশে তাদের চাকরির সু-ব্যবস্থা করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।

জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ রহিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেদুজ্জামান প্রদীপ, কেন্দুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মাহাবুবুর রহমান মঞ্জু, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগেন সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একে এম মহসীনুজ্জামান, কেন্দুয়ার সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান মিয়া, স্থানীয় সমাজ সেবক নুরুজ্জামান লিটন, কেন্দুয়া সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী হৃদয় আকন্দ চমকসহ অনেকে।

অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণের অটোমেটিক চিপ ইনিষ্ট্রাক্টর মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী শেখ ফখরুল আলম লিটু, দপ্তর সম্পাদক ফরহাদ হোসেন, সদস্য আল রশিদসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইলেকট্রনিক চিপ ইনিষ্ট্রাক্টর আতিকুর রহমান।

পরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে একটি আগর গাছের চারা রোপন করেন প্রধান অতিথি। এ সময় প্রধান অতিথি বলেন দেশে বেকার সমস্যা দূর করতে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই। আসুন আমরা কারিগরি প্রতিক্ষণে বিনা পয়সায় প্রশিক্ষণ নিয়ে, আমাদের দুটি হাতকে শক্তিতে রুপান্তর করি। দেশকে এগিয়ে নিতে কাজ করি।

Powered by themekiller.com