Breaking News
Home / Breaking News / শাহরাস্তিতে দুস্কৃতকারীদের অগ্নিকান্ডে একটি বসত ও পাকের ঘর পুড়ে ছাই

শাহরাস্তিতে দুস্কৃতকারীদের অগ্নিকান্ডে একটি বসত ও পাকের ঘর পুড়ে ছাই

মফিজুল ইসলাম বাবুলঃ
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ডুশুয়া গ্রামের মিয়াজী বাড়ির প্রবাসী শামছুল আলমের একটি বসত ও পাকের ঘরে দুস্কৃতকারীদের অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও একটি গরুর খড় আংশিক পুড়ে যায়। শামছুল আলমের পুত্রবধূ নওরিন জানান, আমার স্বমী এবং শশুর প্রবাসে থাকে। পুরুষ বলতে বাড়িতে কেউ থাকেনা। বুধবার রাত প্রায় ১০ টার দিকে আমার শাশুড়ি অসুস্থ থাকায় ডাক্তার দেখিয়ে বাড়িতে প্রবেশ করার সময় একটি মুখোশ পরিহিত লোক দ্রুত বাড়ি থেকে বের হয়ে যেতে দেখতে পাই। আমাদের দুইটি বসত ঘর একটিতে প্রবেশ করি এবং পরনের বোরখা খোলা অবস্থায় স্থানীয় এক ব্যক্তি অপর বসত ঘরে আগুনের দোয়া দেখতে পেয়ে আমাদেরকে বলার পর ডাক চিতৎকারে পাড়া প্রতিবেশী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরক্ষণে আবার রাত ১২ টার পূর্বে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখে ডাক চিৎকারে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর মধ্যেই একটি বসত ঘর ও একটি পাকের ঘর পুড়ে ছাই হয়ে যায়। নওরিন আরো জানাযায়, আগুন নেভানোর সময় কে বা কাহারা পাশাপাশি বসত ঘরে থাকা ১ লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে যায় এবং জমিজমার দলিলপত্র বের করে এনে অগ্নিকান্ডের স্থলে জ্বালিয়ে দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারদের ধরনা সম্পত্তি নিয়ে মামলা-মকদ্দমার পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুস্কৃতকারীরা এসব কান্ড ঘটিয়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক দর্জি, উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শেখ ফরিদ ও ইউপি সদস্য ফারুক মিয়া অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেন। এসময় চেয়ারম্যান ক্ষতিগ্রস্তদের সহযোগীতা করার আশ্বাস দেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পরিবাররা জানান।

Powered by themekiller.com