Breaking News
Home / Breaking News / ইলিশ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

ইলিশ রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে-মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

ফারুক হোসেন চাঁদপুর প্রতিনিধি ::

মা ইলিশ রক্ষা অভিযানে জলপথের পাশাপাশি আকাশ পথে ও হেলিকপ্টার থেকে নজরদারি করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। গতকাল ১৪ নভেম্বর দুপরে চাঁদপুরের মতলব উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান পরিদর্শনকালে জেলেদের সমাবেশ একথা বলেন।

মন্ত্রী বলেন, যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের ঠিকানা হবে জেলখানা। জেলেদের পর্যাপ্ত পরিমান ভিজিএফ সহায়তা করা হবে। অতীতের চেয়ে বরাদ্দ আরো বাড়ানো হবে।

ইলিশের উৎপাদন নিয়ে মন্ত্রী বলেন, ইলিশের উৎপাদন এমন জায়গায় নিয়ে যাবো যেখানে প্রত্যেক গ্রামে প্রত্যেক ঘরে ঘরে ইলিশ খেয়েও রপ্তানির মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখবো।

এ সময় মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, নৌ পুলিশ প্রধান ডি আই জি আতিকুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, মৎস্য গবেষণা ইনিস্টিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া, চাঁদপুর জেলা প্রশাসক মাজেদুর রহমান, পুলিশ সুপার মাহবুবুর রহমান, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস, অতিরিক্ত পুলিশ সুপার (মতলব জোন) আহসান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার স্নেহা শীষ দাস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, আওয়ামীলীগ নেতা কাজী মিজানুর রহমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, কাজী হাবিবুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মিরাজ খালিদ, প্রভাষক কামরুল হাসান, মোহনপুর কমিউনিটি পুলিশং এর সভাপতি মাহবুব কাজী, উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম
, সহ জেলা উপজেলার মৎস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com