Breaking News
Home / Breaking News / কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষন সম্প্রচার

কচুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের শুভ উদ্বোধনে প্রধানমন্ত্রীর ভাষন সম্প্রচার

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্ভোধনের অনুষ্ঠান সরাসরি বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার মাধ্যমে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে প্রদর্শন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা একি মিত্র চাকমা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন। সম্প্রচার শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা শেষে ২০১৯-২০২০ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো (সংস্কার) কর্মসূচির আওতায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মান প্রকল্পের ৪২ জন উপকারভোগিদের নাম প্রকাশ করা হয়। এসময় উপকারভোগিরাও উপস্থিত ছিলেন এবং উপজেলা প্রশাসন তাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর সহনীয় বাসগৃহ নির্মানের চিত্র হাতে তুলে দেন ।
সম্প্রচার ও আলোচনা সভাটি পরিচালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান (আশিক)।

ছবিঃ কচুয়া উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর সহনীয় বাসগৃহ নির্মানের চিত্র উপকারভোগিদের হাতে তুলে দেন।

Powered by themekiller.com