Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জে করোনাকালে কোরবানীর পশুর হাটে স্বাস্থ্য বিধি ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে শঙ্কা

ফরিদগঞ্জে করোনাকালে কোরবানীর পশুর হাটে স্বাস্থ্য বিধি ও পরিস্কার পরিচ্ছন্নতা নিয়ে শঙ্কা

ফরিদগঞ্জ প্রতিনিধি
ফরিদগঞ্জে করোনা কালে কোরবানীর পশুর হাটে স্বাস্থ্য বিধি ও পরিস্কার পরিচ্ছন্নতা পালন না করলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে আশংকা করা হচ্ছে। কারন, একদিকে ক্রমশ: বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। অন্যদিকে সময় ঘনিয়ে আসছে পবিত্র ঈদ-উল আযহা। এর কারণে কোরবানীর পশুর হাটও বসবে শ্রীঘ্রহী। ফলে লোকজন সচেতন না হলে এবং স্বাস্থ্য বিধি অনুসরণ এবং পরিস্কার পরিচ্ছন্নতা সুষ্ঠুভাবে পালন না করলে পশুর হাটের ভিড়ের ফলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে ফরিদগঞ্জ পৌরসভাসহ আশেপাশের এলাকা। তাই প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে এবিষয়টি নিয়ে সজাগ দৃষ্টি দেয়া ও কোরবানীর পশুর হাটে আগতদের অধিক সচেতন হওয়া জরুরী বলে মনে করেন সচেতন মহল।
ইতিমধ্যে শহর ছেড়ে করোনা ভাইরাস(কোভিড-১৯) এখন গ্রামাঞ্চলকেও গ্রাস করে ফেলেছে। ফলে প্রতিনিয়ত যেমন বাড়ছে সামাজিক সংক্রমণ তেমনি বাড়ছে আতংক। আর উপজেলা সদরের গÐি পেরিয়ে গ্রামাঞ্চলে গিয়ে দেখা গেছে সামাজিক দুরত্ব ও মাস্ক পরার কোনো বালাই নেই সেখানে। এই চিত্র ফরিদগঞ্জ পৌরসভাসহ পুরো উপজেলার চিত্র। এদিকে, আর কয়েকদিন পরই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ও সড়কের পাশে বসছে কোরবানীর পশুর হাট। ফলে কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মানা না হলে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পশুর হাটের পর নোংরা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতা না করলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠতে পারে ফরিদগঞ্জ পৌরসভাসহ আশেপাশের এলাকা।
জানা গেছে, বৃহৎ জনসংখ্যা অধ্যুষিত ফরিদগঞ্জ উপজেলায় এবছর পৌর এলাকার দুটিসহ উপজেলায় ৩৬টি কোরবানীর পশুর হাটের ইজাড়া দেয়ার প্রক্রিয়া চলছে। এসব হাটের অধিকাংশই গুলোই স্থানীয় সড়কের পাশে বা শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হবে। এর মধ্যে উপজেলা রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, গৃদকালিন্দিয়া শিক্ষা কমপ্লেক্স মাঠ, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ, মুন্সীরহাট উচ্চ বিদ্যালয় মাঠ, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়,প্রত্যাশী উচ্চ বিদ্যালয় মাঠ অন্যতম। এসব শিক্ষা প্রতিষ্ঠানে বিগত বছর গুলোতে কোরবানীর পশুর হাট বসলেও হাট শেষে নিয়মানুযায়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখার বালাই ছিল না। বিদ্যালয় কর্তৃপক্ষ বারংবার এসব বিষয়ে কর্তৃপক্ষকে জানালেও হাটের ইজাড়াদাররা প্রভাবশালী হওয়ায় সেগুলো বাস্তবায়ন আর হয় না।
এবছর করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই প্রতিষ্ঠান গুলোর মাঠে কোরবানীর পশুর হাট বসলে, হাটের পরের অবস্থা কি হবে তা অনুমেয়। তাছাড়া হাটে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি স্বাভাবিক। এসব স্থানে স্বাস্থ্য বিধি অনুযায়ী সামাজক দুরত্ব না মানলে কোরবানীর পর করোনা সংক্রমণ আরো তীব্র হতে পারে। উপজেলার করোনা পরিস্থিতি অনুযায়ী করোনা আক্রান্ত রোগীর সংখ্যা শহরের চেয়ে গ্রামে আশংকাজনক ভাবে বেড়ে যাচ্ছে।
উপজেলার বিভিন্ন বাজার গুলো ঘুরে দেখা গেছে, বাজারে আসা লোকজনের শতকরা ৯৫ ভাগের মুখেই মাস্ক নেই। ফলে কোরবানীর পশুর হাটগুলোতে একই অবস্থা বিরাজ করবে বলে ধারনা করা হচ্ছে।
এব্যাপারে রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি ও দাতা সদস্য সৈয়দ মেহেদী হাসান চৌধুরী জানান, ইতিপুর্বে কোরবানীর পশুর হাটের পর বারংবার হাটের জন্য ব্যবহার করা বিদ্যালয় মাঠ পরিস্কার করার জন্য বললেও কেউ কর্ণপাত করেনি। ফলে বিদ্যালয় কর্তৃপক্ষকেই এসব আবর্জনা পরিস্কার করতে হয়েছে। এবছর বিদ্যালয় বন্ধ থাকার সাথে করোনা পরিস্থিতির কারণে হাট শেষের পরিবেশ ভয়াবহ অবস্থায় পতিত হতে পারে।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান বলেন, করোনা পরিস্থিতির সময় ইতিপুর্বে গৃদকালিন্দিয়া শিক্ষা কমপ্লেক্স মাঠে কাঁচা বাজার ও মাছ বাজার বসালেও তা বেশি দিন স্থায়ী হয়নি। বরং বাজার চলে যাওয়ার পর মাঠের পরিস্থিতি করুণ হয়ে যায়। পরিবেশ দুষিত হয়ে পড়ে। একই অবস্থা প্রতিবছর কোরবানীর পশুর হাটের পর। এবছর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার সুযোগে পশুর হাটের পর পরিবেশ আরো বেশি দুষণের সাথে সাথে স্বাস্থ্য বিধি না মানলে করোনাও ভয়াবহ রূপে আসতে পারে ।
ফরিদগঞ্জ পৌরসভার সচিব এ কে এম খোরশেদ আলম জানান, পৌরসভার দুটি হাটে স্বাস্থ্য বিধি মেনে বিকিকিনি করার জন্য নির্দেশনা দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী জানান, কোরবানীর হাটে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব না মানলে করোনা পরিস্থিতি আরো তীব্র হতে পারে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা শিউলী হরি জানান, এবছর করোনা পরিস্থিতির কারণে সরকারি ভাবে কোরবানীর পশুর হাটে স্বাস্থ্য বিধি মানা এবং হাট শেষে হাটের স্থান পরিচ্ছন্ন রাখার জন্য ইজাড়াদাদের নির্দেশনা দেয়া হচ্ছে। না মানলে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

Powered by themekiller.com