Breaking News
Home / Breaking News / কচুয়ায় কালাচাঁদ নামে কোরবানির গরু বাড়িতে বিক্রি না হলে ঢাকায় নিয়ে যাবে বিক্রেতা

কচুয়ায় কালাচাঁদ নামে কোরবানির গরু বাড়িতে বিক্রি না হলে ঢাকায় নিয়ে যাবে বিক্রেতা

কচুয়া অফিস প্রধান/মফিজুল ইসলাম বাবুলঃ
এতো বড় কোরবানির গরু চাঁদপুর জেলায় কোথায়ও আছে কি না জানানেই কারো। এর মূল্য হাকানো হয়েছে ৮লক্ষ টাকা। তবে ক্রেতাদের পছন্দ মোতাবেক মূল্য কষাকষির মধ্যে আরো কম হলেও ছেড়ে দেবে বিক্রেতা কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন জুনাসর গ্রামের মাস্টার বাড়ির নজরুল ইসলাম। গরুটির উচ্চতা প্রায় সাড়ে ৫ফুট, দৈর্ঘ্যগত সাড়ে ৯ফুট এবং পরিমাপে ১৭মন হবে বলে ধারনা করা হয়েছে। নজরুল ইসলাম জানান, গরুটির নাম রাখা হয়েছে কালাচাঁদ। নিজের পালিত অস্ট্রেলিয়ান গাভির বাছুর কালাচাঁদকে প্রায় আড়াই বছর থেকে লালন-পালনের মধ্যে এতো বড় করেছি। আমি নিজে পরিশ্রম করে তার খানা-খাদ্য পরিবেশন করেছি। কোনো প্রকার বিষাক্ত ফর্মালিন খাবার পরিবেশন করেনি। কচুয়া তথা চাঁদপুর জেলার কোনো হাট-বাজারে কালাচাঁদকে নেয়ার চিন্তা-ভাবনা নেই। কোনো ক্রেতা বাড়ি থেকে ক্রয় করলে ৮লক্ষ টাকা মূল্য চাওয়ার মধ্যে আলোচনা সাপেক্ষে কম হলেও বিক্রি করে দেবো। যদি এখানে বিক্রি করতে না পারি তাহলে কালাচাঁদকে ঢাকায় নিয়ে যাবো। কালাচাঁদকে কেউ ক্রয় করতে চাইলে যোগাযোগ করার জন্য বিক্রেতা নজরুল ইসলামের মোবাইল নাম্বার দেয়া হলোঃ ০১৮৫০৬২৪৪৯৯।

Powered by themekiller.com