Breaking News
Home / Breaking News / মাদক প্রতিরোধে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ হোসেনের ভুমিকা অপরিসীম

মাদক প্রতিরোধে পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ মোঃ মাসুদ হোসেনের ভুমিকা অপরিসীম

ষ্টাফ রির্পোটারঃ
দীর্ঘদিন চলাকালীন মাদক ব্যবসা যেনো গত কয়েক মাস পুর্বে বৃহৎ আকার ধারন করেছে। সরকারী নির্দেশ মোতাবেক পুরানবাজার ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ মাসুদ হোসেন জীবনের ঝুকি নিয়ে খুব দ্রুত গতিতে মাদক সেবনকারী বিক্রেতা ও পাঁচারকারীর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। একের পর এক মাদক সেবনকারী ও বিক্রেতা আটকে সোচ্চার ভুমিকা পালন করে আসছে। ১৩ জুলাই সন্ধার পর পুরানবাজার ডিগ্রি কলেজের সড়ক থেকে মাদক সেবনকারী দুজনকে আটক করেছে পুলিশ। মোঃ সোহেল হাওলাদার (২৬), পিতা তাজুল হাওলাদার, সাং- পূর্ব শ্রীরামদী মোমিনবাগ ০২। রাজিব (২৬), পিতা- মৃত গনেশ ঋষি, সাং- পূর্ব শ্রীরামদী। গোপন সংবাদের ভিত্তিতে এবং পুরানবাজার সচেতন মহলের সহযোগিতা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হচ্ছে। দু’ মাদক সেবীকে মামলায় রুজু করে চাঁদপুর মডেল থানায় প্রেরন করা হয়েছে। মাদক প্রতিরোধে পুলিশেন তৎপরতায় পুরানবাজারে স্বস্তি ফিরে আসবে বলে পুরানবাজার সচেতন মহল আন্তরিক অভিনন্দন জানান। এমনি পুরানবাজারে দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টরকে সাধুবাদ জানানো হয়। ফাড়ির ইনচার্জ মোঃ মাসুদ হাসান জানান পুর্বে কে কেমন দায়িত্ব পালন করেছে তা আমার জানার বিষয় নয়, তবে আমি দায়িত্ব পালন করার পর পরই করোনা ভাইরাসে পুরানবাজারবাসীকে সচেতন করার লক্ষে দিনরাত পরিশ্রম করে পুরানবাজারবাসীকে সচেতন করার ব্যাপক প্রস্তুতি আমি ও আমার টিম দিবারাত্রি যথেষ্ট পরিশ্রম করেছে। এরই মধ্যে মাদকের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে শামীম নামক একজন পথচারী নিহত হওয়ার পর মাদক নির্মুলে সচেষ্ট ভুমিকা নিয়ে আসামী আটক করা হচ্ছে। মামলায় চার্জর্শীটস্ত এবং অজ্ঞাত আাসামীদের গ্রেফতার করা হবে। যদিও কিছু আসামী গা ঢাকা দিয়েছে ডারাও আইনের কাছে কেনো ছাড় পাবে না। তিনি আরো জানান, এমন পরিস্থিতিতে পুরানবাজারকে মাদকমুক্ত একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করাই আমার লক্ষ্য। এক প্রশ্নের জবাবে ইন্সপেক্টর মোঃ মাসুদ জানান, মাদকসেবী ও চোরাকারবারীরা কোনো ছাড় পাবে না, আমার সততা এবং উর্ধ্বতন মহলের নির্দেশে পুরানবাজারে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে। পুলিশ বাদী মামলার ৯ জন আসামী ছাড়াও বেশ কয়েকজন মাদক সেবন ও মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাঁহার এই সোচ্চার ভুমিকা পুরানবাজারবাসী একজন সৎ নির্ভিক পুলিশ অফিসার পেয়েছে বলে আবেগ প্রকাশ করেন। কিন্তু ইদানীং এক শ্রেনীর অসাধু চক্র বিভিন্ন মহলে বেশ তৎপার চালিয়েছে যা ভিত্তহীন বলে তিনি জানান। ইন্সপেক্টর মোঃ মাসুদ জানান, এক সময় পুরানবাজার ফাঁড়ি ছিলো একটি দরবারপার্টির কবলে, সেটিও বন্ধ করে দিয়েছি। এখন আমার ভুমিকা থাকবে পুরানবাজারকে মাদকমুক্ত করা। যে যাই বলুক তাতে কিছু আসে যায়না। সন্ধ্যায় পুরানবাজার কলেজ সড়ক থেকে দুজনকে আটক করার পর পরই চাঁদপুর মডেল থানায় তাদের প্রেরন করা হয়েছে।

Powered by themekiller.com