Breaking News
Home / Breaking News / মুশফিক-মোস্তাফিজকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

মুশফিক-মোস্তাফিজকে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক :আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বহীন ম্যাচে বিশ্রামে ছিলেন মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান। সুপার ফোরে ভারতের বিপক্ষে এ দুজনকে একাদশে ফিরিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন মুমিনুল হক ও আবু হায়দার রনি। টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫০ বলে ১৪৪ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলেছেন মুশফিক। পাঁজরে চোট থাকায় বৃহস্পতিবার গ্রুপপর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়।

বৃহস্পতিবার আবু ধাবিতে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলার ১৭ ঘণ্টা ব্যবধানে মাঠে নেমে পড়ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। সুপার ফোরে নামার আগে টিম ইন্ডিয়া পেয়েছে এক দিনের বিশ্রাম। চোটে ছিটকে যাওয়া পেসার হার্দিক পান্ডিয়ার জায়গায় অভিজ্ঞ স্পিন-অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে ফিরিয়েছে দলটি।

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই উত্তেজনার দামামা। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের পক্ষে আম্পায়ারের পক্ষপাতমূলক সিদ্ধান্তের পর থেকে দুদলের মুখোমুখি মানেই উত্তেজনা-রোমাঞ্চের রসদ।

দুবাইয়ের এ ম্যাচেই দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে পাঁচ হাজার ওয়ানডে রান ছোঁয়ার অপেক্ষায় মি. ডিপেন্ডেবল। দরকার আর মাত্র ২৮ রান।

প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল। পরে ছাড়িয়ে যান ৬ হাজারও। এ বাঁহাতি ওপেনার টাইগার জার্সিতে ১৮৩ ম্যাচে ১৮১ ইনিংসে করেছেন ৬৩০৭ রান। ১৯০ ম্যাচ খেলা সাকিব আল হাসান ১৭৯ ইনিংসে করেছেন ৫৪৬৫ রান।

তামিম ও সাকিবের পর এবার মুশফিক পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। ১৮৮ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে মিডলঅর্ডারে বাংলাদেশের ব্যাটিং ভরসা করেছেন ৪৯৭২ রান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

Powered by themekiller.com