Breaking News
Home / Breaking News / হাসান আলী মডেল সপ্রা‌বিঃ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

হাসান আলী মডেল সপ্রা‌বিঃ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

ষ্টাফ রির্পোটার:
চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীর উচ্চ বিদ্যালয় মা‌ঠে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

২৩ ফেব্রুয়ারি রবিবার বিকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী প‌র্বে প্রধান অতিথির বক্তব্য রা‌খেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. এ আর ওয়াজেদ টিপু। তিনি তার বক্ত‌ব্যে ব‌লেন, এই দিনটিই সবচেয়ে মজার দিন, যে দিনে খেলাধূলা শেষে পুরস্কার বিতরন করা হয়। চাঁদপুর শহরে মাঠ বলতে এই মাঠটিই রয়েছে। হাসান আলী সপ্রাবি একটি সুনামধন্য বিদ্যালয়। এই বিদ্যালয়ের রেজাল্টও অনেক ভালো।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক অভিভাবক রয়েছে যারা নিজের সন্তানের স্কুল ছুটি হওয়ার পর আবার তাদেরকে টিউশনের জন্য নিয়ে যায় টিচারের কাছে। জিপি ৫ পাওয়া যেন আমাদের রোগ হয়ে গেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: সফি উদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইশমত আরা সাফি বন্যা।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাজমা বেগম ও নুরুজ্জামানা কাজলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটল, সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আইয়ুব আআলী বেপারী, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিনুর রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাসান ইমাম বাদশা প্রমূখ।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রীর চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক সাইফুদ্দিন বাবু, ছাত্রলীগের সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দরা।

এরপূর্বে সকালে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাহাব উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে সকা‌লে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী জুলফিকুল ইসলাম ও গীতা পাঠ করেন অসর আঁচল।

error: Content is protected !!

Powered by themekiller.com