Breaking News
Home / Breaking News / চান্দ্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তার কাজ এগিয়ে

চান্দ্রায় ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তার কাজ এগিয়ে

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নে ৭৪ লক্ষ টাকা ব্যয়ে নতুন রাস্তার কাজ এগিয়ে চলছে।
ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের বকশিল্লাপুল থেকে জব্বর ডালি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তার পাকা করনের কাজ চলছে।
১২ নং চান্দা ইউনিয়নের চেয়ারম্যান খান জাহান আলী পাটোয়ারী ও ঠিকাদার তাফাজ্জল হোসেন খান যৌথভাবে এই রাস্তাটি কাজ করছে।
এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে ৭ নং ওয়ার্ডে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরনের কাজ চলমান আছে।
বর্ষা মৌসুমে এ রাস্তাটি দিয়ে চলাচলের সময় ব্যাপক সমস্যা হতো, এই রাস্তা দিয়ে এই গ্রামের হাজার হাজার মানুষ চলাচল করতো।
অবশেষে রাস্তাটি পাকাকরনের কাজ শুরু করা হয়।
ঠিকাদার তাফাজ্জল হোসেন খান জানান, মাত্র ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই রাস্তাটি পাকা করার কাজ করা হচ্ছে। রাস্তা কাজ করার সময় অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, বিশেষ করে রাস্তার পাশ প্রশস্ত করার সময় ও চারপাশে পানি না থাকায় সমস্যা হয়েছে।রাস্তা নির্মাণে এক নাম্বার ইট ব্যবহার করে রাস্তায় কণা ফেলানো হয়েছে। এত অল্প টাকায় রাস্তা সম্পন্ন করা পর ঠিকাদারের অনেক লোকসান হবে।
এ রাস্তাটি কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের চলাচলের ব্যাপক সুবিধা হবে দুর্ভোগ থেকে রক্ষা পাবে।

Powered by themekiller.com