Breaking News
Home / Breaking News / কচুয়ায় ইউনিয়ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংঙ্গীত প্রতিযো”গীতা অনুষ্ঠিত

কচুয়ায় ইউনিয়ন পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংঙ্গীত প্রতিযো”গীতা অনুষ্ঠিত

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
সারাদেশের ন্যায় একযোগে রবিবার (১৬ফেব্রুয়ারী) কচুয়া উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জাতীয় সংঙ্গীত পরিবেশনের প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে মধ্যে ১২নং ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার লাভ করেন, জগতপুর উচ্চ বিদ্যালয় ও জগতপুর সরকারী প্রাথমিক বিদ্যলয়। প্রথম স্থান অধিকারীদেরকে পুরুস্কার প্রধান করা হয়। পুরুস্কার প্রধান অনুষ্ঠানে উপজেলা যুব-উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জহির আলমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছফি উল্যাহ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-আওয়ামীলীগের সভাপতি মাস্টার সফিকুর রহমান ও সিনিয়র সহকারী শিক্ষক মোঃ মোশারফ হোসেন প্রমূখ।
এদিকে ১১নং গোহট দক্ষিন ইউনিয়নের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে। এতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার লাভ করেন, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজ, মাধ্যমিক পর্যায়ে রহিমানগর বিএবি ও হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং ৯১নং রহিমানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ প্রথম স্থান অধিকারীদের পুরুস্কার প্রধান অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মোঃ আহসানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাবু দেবাশীষ চন্দ্র, শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক বিমল চন্দ্র আইচ ও রহিমানগর সরবারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ন কবির প্রমূখ।

Powered by themekiller.com