Breaking News
Home / Breaking News / হাজীগঞ্জে ড্রেজার মেশিন ধ্বংস, ৬০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

হাজীগঞ্জে ড্রেজার মেশিন ধ্বংস, ৬০ হাজার টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জে আবাদী কৃষি জমি থেকে মাটি উত্তালনের অপরাধে নগদ ৬০ হাজার টাকা জরিমানা এবং একটি ড্রেজার মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গত বুধবার বিকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালিয়া গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
জানা গেছে, তারালিয়া মাঠে ড্রেজার মেশিন বসিয়ে আবাদী কৃষি জমি ধ্বংসের অপরাধে ড্রেজার মালিক শাহাজানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর বিধি অনুযায়ী নগদ ৬০ হাজার টাকা জরিমানা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়। শাহাজান ওই গ্রামের মিজি বাড়ির বাসিন্দা।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া উপস্থিত জনতাকে সচেতনতার লক্ষ্যে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর গুরুত্বপূর্ণ কয়েকটি ধারা (বিধিমালা) উল্লেখপূর্বক বিভিন্ন দিক-নির্দেশনামূলক পরামর্শ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

Powered by themekiller.com