Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

ফরিদগঞ্জে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

নারায়ন রবিদাস, ফরিদগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, সরকারি কর্মকর্তা, সুধীজন এবং গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ফরিদগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভ‚মি মন্ত্রনালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দীন, সহকারী কমিশনার (ভ‚মি) শারমিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদুল্যাহ তপদার, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ কুন্তুল কৃষ্ণ নাথ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুজ্জামান, সাবেক ছাত্র নেতা বেলায়েত হোসেন সুমন, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, ফরিদগঞ্জ প্রেসকা¬বের সভাপতি নুরুন্নবী নোমান ও প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমূখ। এদিকে আলোচনা শেষে পরে ভ‚মি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী উপজেলা পর্যায়ে ৬ দিন ব্যাপী প্রতিবন্ধীদের মোবাইল থেরাপি চিকিৎসায় ক্যাম্প উদ্বোধন করেন।

Powered by themekiller.com