Breaking News
Home / Breaking News / মারা গেলেন করোনাভাইরাস সতর্ককারী চীনা চিকিৎসক

মারা গেলেন করোনাভাইরাস সতর্ককারী চীনা চিকিৎসক

বাংলারমুখ ডেস্কঃ
চীনা নাগরিকাদের করোনাভাইরাস সম্পর্কে যে সকল চিকিৎসকরা প্রথম সতর্ক করেছিলেন তাদের একজন ডাঃ লি ওয়েনল্যাং। মেইল অনলাইন জানায়।
৩৪ বছর বয়সী ডাঃ লি ওয়েনল্যাং রোগীদের চিকিৎসা করার সময় এ ভাইরাসে আক্রান্ত হন বলে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম জনায়। উহান সেন্ট্রাল হাসপাতালের চিকিৎসক লি ওয়েনল্যাং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে গেল শনিবার তার সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করেন। আজ তিনি মারা যান।
চীনে করোনাভাইরাস মহামারি আকারে ছড়াতে পারে, উহানের ওই সীফুড মার্কেট থেকে এ ভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে সতর্ক করে ডাঃ লি ওয়েনল্যাং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবার যখন একটি পোষ্ট দিয়েছিলেন, তখন তিনি গুজব ছড়াচ্ছেন বলে সমালোচনার মুখে পড়েন। পুলিশ এবং উহান হাসপাতাল তার বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ এনে কটাক্ষ করে।

Powered by themekiller.com