Breaking News
Home / Breaking News / বেনাপোল সীমান্ত ১০টি স্বর্ণের বারসহ পাচার কারী আটক

বেনাপোল সীমান্ত ১০টি স্বর্ণের বারসহ পাচার কারী আটক

এম ওসমান : ভারতে পাচারকালে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর সীমান্তের পাকা রাস্তার উপর থেকে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ জিহাদ আলী (২৮) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ পাচারকারী জিহাদ আলী বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
যশোর-৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজা প্রেস বিফিংয়ে জানান, বুধবার (৫ ফেব্রয়ারি) সকালে কাশিপুর বিওপি’র সুবেদার আব্দুল মালেক গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর পাকা রাস্তার উপর থেকে ১০ টি স্বর্ণের বারসহ জিহাদকে আটক করা হয়।
আটককৃত স্বর্ণের সিজার মূল্য ৬৯,৯৬,০০০/- (ঊনসত্তর লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। আটক জিহাদ আলীকে স্বর্ণসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Powered by themekiller.com