Breaking News
Home / Breaking News / ধর্ম অবমাননা বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে অভিনেতা রাসেল মিয়ার মামলা

ধর্ম অবমাননা বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে অভিনেতা রাসেল মিয়ার মামলা

ষ্টাফ রির্পোটারঃ
আল্লাহকে শয়তান, মিথ্যাবাদি, মোনাফেক, বলে জনসমক্ষে মাইকে কর্কশ গালি দেয়। পবিত্র মহাগ্রন্থ আল কোরআনকে ব্যঙ্গ বিদ্রুপ করে ও পবিত্র মহাভগ্রন্থ কোরআনের হরফ নিয়ে অকথ্য ভাষায় অশালীন মন্তব্য করায় বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত ঢাকায় ১৮৬০ সালের
২৯৫ (ক) ২৯৮, ৫০৪, ৫০৫ (ক) ধারায় সংশোধন চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা রাসেল মিয়া মামলা করেছেন।
৩ ফেব্রুয়ারী সোমবার দুপুরে তিনি এ মামলাটি দায়ের করেন। মামলার শুনানি পরিচালনা করেন এডভোকেট সাইফুল ইসলাম শেকুল।
এসময় মামলাটির পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন প্রায় ২০জন আইনজীবি।
মামলার বাদী অভিনেতা রাসেল মিয়া জানান, মহান আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য ও পবিত্র আল-কোরআনকে ব্যঙ্গ ও বিদ্রুপ করে অশালীন মন্তব্য করায় বাউল গানের শিল্পী রিতা দেওয়ান ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সেই সাথে আল্লাহকে ঔদ্ধুত্ত্বপূর্ণ আচরণ করায় মুসলিম তথা মানবজাতিকে বিভ্রান্ত করে সমাজের বিভেদ সৃষ্টি করিয়া ভয়ানক কলহ বাধানোর চেষ্টা করেছেন তিনি। যে কারণে ঈমানি দায়িত্ববোধের জায়গা থেকে আমি মামলাটি করেছি।
তিনি আরো জানান, সোমবার দুপুরে মামলাটির শুনানি শেষে তদন্তের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দিয়েছে।

Powered by themekiller.com