Breaking News
Home / Breaking News / ফরিদগঞ্জে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদন বিষয়ে অবহিতকরণ সভা

ফরিদগঞ্জে জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকাদন বিষয়ে অবহিতকরণ সভা

নারায়ন রবিদাস,ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলায় কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্র্মূলের লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মাজেদা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জ্যোর্তিময় ভৌমিক, ভ্যাটেনারী সার্জন ডা: রাশেদ খান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নুরুন্নবী নোমান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: কামরুল হাছান, ইউপি চেয়ারম্যান সোহেল চৌধুরী, আব্দুল গনি বাবুল পাটওয়ারী প্রমুখ। অবহিত করণ সভায় জানানো হয়, চলতি মাসের ৭ থেকে ১১ তারিখ পর্যন্তপ্রায় শতাধিক লোক একযোগে পুরো উপজেলায় এই টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করবে।

Powered by themekiller.com