Breaking News
Home / Breaking News / হাজীগঞ্জের নওহাটা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

হাজীগঞ্জের নওহাটা রাস্তার কাজে অনিয়মের অভিযোগ

হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপর জেলার হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের নওহাটা পাঠানবাড়ির তিন রাস্তা হতে সিদলা নওহাটা স্কুল পর্যন্ত রাস্তার কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ৪নং কালচোঁ ইউনিয়নের নওহাটা পাঠানবাড়ির তিন রাস্তা হতে সিদলা নওহাটা স্কুল পর্যন্ত রাস্তার মেরামতের কাজ পায় আলীগঞ্জের রিমেল এন্টারপ্রাইজ। এই রাস্তা মেরামতে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ ৬৭ লাখ টাকা। এতে ১০ ফুট প্রশস্ত ও সাড়ে ১২শ’ মিটার রাস্তা মেরামতের কথা। কিন্তু ওই ঠিকাদারী প্রতিষ্ঠান নিজেদের মনমতোভাবে রাস্তায় ১নং ইটের পরিবর্তে ২নং ইট দিয়ে কাজ শুরু করে দেয়। রাস্তায় যেভাবে নির্মাণের সরকারি নির্দেশনা ছিলো ওই নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় স্থানীয় ৪নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, ৪নং কালচোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহজালাল মজুমদার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ রাস্তা নির্মাণের স্থানে গিয়ে সঠিক নির্মাণসামগ্রী দিয়ে ওই ঠিকাদারকে রাস্তা নির্মাণের কথা বলেন। তা সত্তে¡ও ওই ঠিকাদারী প্রতিষ্ঠান সম্পূর্ণ হটকারী সিদ্ধান্ত নিয়ে তাদের মনগড়াভাবে নিজেদের ইচ্ছেমতো কাজ চালিয়ে যায়।
এ ব্যাপারে ৪নং কালচোঁ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন জানান, আমি নিজে গিয়ে ওই রাস্তা নির্মাণ স্থলে ওই ঠিকাদারকে সঠিকভাবে রাস্তা নির্মাণের কথা বলেছি। তারা বলেছে, তাদের ভুল হয়েছে। তারা সঠিকভাবে করে দেবে। তা সত্তে¡ও তারা পরদিন আগের মতো কাজ চালিয়ে যায়। এ ব্যাপারে টিআই সাহেব এবং উক্ত ইঞ্জিনিয়ার সহ আমরা সেখানে গিয়েছি। তিনিও বলেছেন ১নং ইট ব্যবহারের জন্য। আমরা আসার পর তারা আগের মতোই কাজ চালিয়ে যায়।
এ ব্যাপরে ঠিকাদারী প্রতিষ্ঠানের রিমেলের সাথে এ প্রতিনিধির কথা হলে তিনি রাস্তায় ২নং ইট ব্যবহারের কথা স্বীকার বলেন, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আশা করছি সঠিকভাবে নির্মাণসামগ্রী ব্যবহার করবো।
জানা যায়, ওই প্রতিষ্ঠানের ওই সঠিক পদক্ষেপের বিষয়ে অঙ্গীকার করার পরও তারা ২নং ইট দিয়ে রাস্তা নির্মাণ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে স্থানীয় জনসাধারণ অসন্তোষ প্রকাশ করেন।

Powered by themekiller.com