Breaking News
Home / Breaking News / জীবগাঁও জে হক হাইস্কুল এণ্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

জীবগাঁও জে হক হাইস্কুল এণ্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

এইচ এম ফারুক ::
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জীবগাঁও জেনারেল হক হাইস্কুল এণ্ড কলেজে এসএসসি পরীক্ষা-২০২০ এর শিক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারী সকালে কলেজ অডিটোরিয়ামে গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব মজিবুর রহমানের সভাপতিত্বে বিদ্যালের শিক্ষক সোহেল রানা’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ এবং গভর্ণিং বডির সাবেক বিদ্যুৎসাহী সদস্য মো. মিজানুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- অধ্যক্ষ মো. আলী হোসেন।
বিশেষ অতিথির উপস্হিত ছিলেন উপজেলা একাডেমী সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, উপজেলা ছাএ লীগের আহ্বায়ক মাজহারুল ইসলাম মিজান,
ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র বোরহান উদ্দিন প্রধান, আওয়ামী লীগ নেতা শাহ আলম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, প্রভাষক গোলাম সারোয়ার, অভিভাবক হুমায়ুন আল কবীর।
প্রধান অতিথির বক্তব্য মিজানুর রহমান বলেছেন, দেশকে ভালোবাসতে না পারলে নিজের সুন্দর আগামী গড়া সম্ভব না। শিক্ষার্থীদের মনে রাখতে হবে সুশিক্ষিত দক্ষ নাগরিক দেশের সম্পদ। আর সে লক্ষ্যেই পড়াশোনা মনোযোগ দিয়ে করা তাদের দায়িত্ব। দক্ষ ও শিক্ষিত প্রজন্মই এগিয়ে নেবে দেশ।
মাহফিল পরিচালনা করেন-মাওলানা আলী আহম্মেদ।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন জিন্নাত ইসলাম নাদিয়া। মানপত্র পাঠ করেন- নূর জাহান আক্তার, সাদিয়া আফরিন, নূপুর আক্তার, সাগরিকা আক্তার, ফাহমিদা, সাররীনা আলী, শাহরিয়া জিদনী, সুিদয়া আক্তার, ইতি আক্তার, জান্নাতি আক্তার, মাহমুদুল হাসান মুন্না, হুমায়রা হিমু, আয়েশা।

Powered by themekiller.com