Breaking News
Home / Breaking News / চাঁদপু‌রে বিদ্যার্থী সং‌ঘে ১৬ ফিট উচ্চতার দেবী সরস্বতীর মূ‌র্তি

চাঁদপু‌রে বিদ্যার্থী সং‌ঘে ১৬ ফিট উচ্চতার দেবী সরস্বতীর মূ‌র্তি

শহর প্র‌তি‌নি‌ধিঃ চাঁদপু‌রে সরস্বতী দেবীর পূজা উপল‌ক্ষ্যে প্রথমবা‌রের ম‌তো ১৬ ফিট উচ্চতার প্রতীমা তৈরি করা হয়ে‌ছে । শহ‌রের পুরানবাজা‌রের দাস পাড়ায় বিদ্যার্থী সংঘের পূজারীবৃন্দ উ‌দ্যো‌গে এ বিশাল অাকা‌রের দৃর্ষ্টিনন্দন প্র‌তিমা তৈ‌রি করা হয়।

বি‌শ্বের বৃহত্ততম সরস্বতী মূ‌র্তি অাদ‌লে ‘সরস্বতী এন্ড থ্রি স্টু‌ডেন্ট ইনক্লু‌ডিয়ং বারাক ওবামা’ এ থিমের রি‌প্লেকা তৈ‌রি করা হ‌য়ে‌ছে। এ মূ‌র্তিটি ২০১৩ সা‌লে ই‌ন্দো‌নে‌শিয়ান সরকার অা‌মে‌রিকান সরকার‌কে শু‌ভেচ্ছা উপর দি‌য়ে‌ছিল। বতর্মা‌নে মূ‌র্তি‌টির অবস্থান অা‌মে‌রিকার ওয়া‌শিংটন ডি‌সিতে। পূজা শুরুর পূ‌র্বে প্রতীমা‌টি দর্শণ কর‌তে শত শত ভক্ত বিদ্যার্থী সং‌ঘের পূজা মন্ড‌পে ভীর কর‌ছেন।
বিদ্যার্থী সংঘের পূজারীবৃন্দ উপ‌দেষ্টা মন কুমার দাস, তাপস দাস, সুভাষ দাস, উত্তম‌ দে, বিশ্বনাথ দাস, বিভাস দাস, কার্যক‌রি প‌রিষ‌দের মৃনাল দাস, সুমন দাস, মৃদুল দাস, বাদল দাস রাম দাস, সোহাগ মজুমদার, সুব্রত দাস, তনু, প্রনয়, উল্লাস, শিমুল প্রমূখ।
উ‌ল্লেখ্য অাগামী ২৯ জানুয়া‌রি বিদ্যা‌র দেবী সরস্বতী পূজা। ৩০ জানুয়া‌রি অানন্দ‌শোভা যাত্রার মধ্য দি‌য়ে পূজার সমা‌প্তি।

Powered by themekiller.com