Breaking News
Home / Breaking News / চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ২৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ

ষ্টাফ রির্পোটারঃ চাঁদপুর ওয়্যারলেস বাজারে মাছের আড়ৎ অভিযান করে আনুমানিক ২৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে চাঁদপুর কোস্টগার্ড ।
গত ২৬ জানুয়ারি রবিবার ভোর সা‌ড়ে ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুরে কর্তব্যরত কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান, কন্টিনজেন্ট কমান্ডার ইছাহাক আলী ( মাস্টার চীপ পেটি অফিসার) এবং সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ এর নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে। এসময় অভিযান চালিয়ে আনুমানিক ২৪০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে। এসব জব্দকৃত জাটকা ইলিশ কোস্ট গার্ড স্টেশনে বিভিন্ন এতিমখানায় বিতরন করা হয়।
পাশাপাশি অসহায় ও হতদরিদ্রদের মাঝে এই মাছ বিতর করেন। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান বলেন, নদীতে সকল ধরনের অন্যায় অপরাধ ও দস্যুতা ধরনের চাঁদপুরের কোস্টগার্ড সদা তৎপর রয়েছে। পাশাপাশি মা ইলিশ ও জাটকা রক্ষায় কোস্টগার্ডের অভিযান সবসময় অব্যাহত থাকবে। এবং আমাদের সদস্যরা মাদক নিয়েও ইতি মধ্য অনেক কাজ করছে।

Powered by themekiller.com