Breaking News
Home / Breaking News / শার্শা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী যুবক নিহত

শার্শা সীমান্তে বিএসএফ’র নির্যাতনে বাংলাদেশী যুবক নিহত

এম ওসমান : যশোরের শার্শা উপজেলার অগ্রভুলোট সীমান্তে হানেফ আলী ওরফে খোকা (৩৫) নামে এক গরুর রাখাল ভারতের বিএস এফে’র নির্যাতনে নিহত হয়েছেন।
ভারতের বন্যা বাড়ীয়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা গত বুধবার দুপুরে তাকে পিটিয়ে মেরে ফেলে। নিহত হানেফ আলী শার্শার অগ্রভুলোট গ্রামের শাজাহান আলীর ছেলে। নিহত হানেফ আলীর চাচা শহিদুল ইসলাম এ খবরটি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হানেফ আলী সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে গিয়ে বন্যাবাড়ীয়া ক্যাম্পের বিএসএফের হাতে ধরাপড়ে।বিএসএফের নির্মম নির্যাতনে হানেফ আলী ঘটনাস্থলে মারাযান। পরে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।হানেফ আলীর মৃতদেহ ভারতের গাইঘাটা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।

স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান হানেফ আলী নিহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারত থেকে বুধবার বাড়ী ফেরার পথে ভারতে বিএসএফের হাতে ধরাপড়ে ও তাদের নির্যাতনের এক পর্যায়ে মারা গেছে ।

নিহত হানেফ আলীর ম্বজনরা তার লাশ দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন।

Powered by themekiller.com