Breaking News
Home / Breaking News / চাঁদপুরে যমুনা ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা প্রকা‌শে তালবাহান

চাঁদপুরে যমুনা ডিপোতে অগ্নিকান্ডের ঘটনা প্রকা‌শে তালবাহান

শহর প্রতিনিধিঃ চাঁদপুরে যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এ তেল সরবরাহ করতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন স্টাফ আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে ১৯ জানুয়ারী রবিবার সন্ধ্যায় নতুনবাজার যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে।

ঘটনার সাথে সাথে চাঁদপুর ফায়ার সার্ভিসের রিভার ইউনিট সহ ২ টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে। এর পূর্বেই জাহাজের শ্রমিক ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে জানা যায়। তবে এ ঘটনায় দুজন আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদেরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানা গেছে।

তবে অগ্নিকাণ্ড নিয়ে যমুনা ডিপো কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস কর্মকর্তার বক্তব্যে সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
ঘটনা ধামাচাপা দিতে ও পত্রিকায় অগ্নিকান্ডের সংবাদ প্রকাশ না করতে ডিপো কর্তৃপক্ষ বিভিন্ন তদ্বির করতে শোনা গেছে।
যমুনা ডিপো ইনচার্জ মোঃ খাইরুল কবীর জানান, আমাদের এখানে কোন ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
এদিকে আগুন নিয়ন্ত্রণ করতে আসা ফায়ার সার্ভিস কর্মকর্তা সহকারী স্টেশান কমান্ডার মোঃ আরিফুর রহমান জানান, আমরা এসে আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছি, এতে বেশি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে মিস ফায়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’জন আহত হয়েছে। আমরা তাদেরকে তাৎক্ষণিক চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছি ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চাঁদপুরের যমুনা অয়েল কোম্পানিতে তেল ডেলিভারি করতে তেলবাহী জাহাজের এক লক্ষ লিটার ডিজেল নিয়ে যমুনা ডিপোতে আসে। তৈল খালাস করার সময় মিস ফায়ারিং এ কারণে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় স্টাফদের সহায়তায় তাৎক্ষনিক আগুন নিয়ন্ত্রনে আসে।

Powered by themekiller.com