Home / Breaking News / মু‌জিববর্ষ উপল‌ক্ষ্যে চাঁদপু‌রে অান্তঃ‌জেলা না‌ট্যেৎসব

মু‌জিববর্ষ উপল‌ক্ষ্যে চাঁদপু‌রে অান্তঃ‌জেলা না‌ট্যেৎসব

ষ্টাফ রির্পোটারঃ জা‌তির জনক শেখ মু‌জিবুর রহমা‌নের জন্মশতবা‌র্ষিকী ও মু‌জিববর্ষ উপল‌ক্ষ্যে চাঁদপু‌রে বর্ণ‌চোরা নাট্য‌গো‌ষ্ঠীর অা‌য়োজ‌নে ও চাঁদপুর থি‌য়েটার ফোরা‌মের সহ‌যো‌গিতায় অান্তঃ‌জেলা না‌ট্যেৎসব-২০২০ অনু‌ষ্ঠিত হ‌তে যা‌চ্ছে।
‌জেলা শিল্পকলা একা‌ডেমি মিলনায়ত‌নে অাগামী ২৪ জানুয়া‌রি থে‌কে ৩১ জানুয়া‌রি পর্যন্ত ৮ দিনব্যাপী নাট্যেৎস‌বের উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন তথ্য প্র‌তিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এম‌পি। ৩১ জানুয়া‌রি শুক্রবার সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত থাক‌বেন শিক্ষামন্ত্রী ডা. দীপু ম‌নি এম‌পি।
নাট্যৎস‌বের উ‌দ্বোধনী দিন ২৪ জানুয়া‌রি শুক্রবার উ‌দ্বোধনী অনুষ্ঠান ও বর্ন‌চোরা নাট্য গো‌ষ্ঠীর প‌রি‌বেশনায় নাটক ‘লালননামা’।
‌দ্বিতীয় দিন ২৫ জানুয়া‌রি শ‌নিবার ঢাকার শব্দ নাট্যচর্চার প‌রি‌বেশনায় নাটক ‘চম্পাবতী’।
তৃতীয় দিন ২৬ জানুয়া‌রি র‌বিবার ঢাকার প্রচ্যা‌না‌টের প‌রি‌বেশনায় নাটক ‘কিনু কাহা‌রের থেটার’।
চতুর্থ দিন ২৭ জানুয়া‌রি সোমবার চাঁদপু‌রের থি‌য়েটার ফোরা‌মের প‌রি‌বেশনায় নাটক ‘কোলাজ’।
পঞ্চম দিন ২৮ জানুয়া‌রি মঙ্গলবার চাঁদপু‌রের অনন্যা নাট্য‌গো‌ষ্ঠির প‌রি‌বেশনায় নাটক ‘রূপভান’।
ষষ্ঠ দিন ২৯ জানুয়া‌রি বুধবারবার ঢাকার বা‌তিঘ‌রের প‌রি‌বেশনায় নাটক ‘ঊর্ণাজাল’।
সপ্তম দিন ৩০ জানুয়া‌রি বৃহস্প‌তিবার চট্রগ্রা‌মের থি‌য়েটার ওয়ার্কশ‌পের প‌রি‌বেশনায় নাটক ‘বেধুয়া’।
সমাপনী দিন ৩১ জানুয়া‌রি শুক্রবার মু‌ন্সিগঞ্জের হিরন-‌কিরন থি‌য়েটা‌রের প‌রি‌বেশনায় নাটক ‘সিডর’।
প্র‌তি‌দিন সন্ধ্যা ৭টায় উ‌ল্লে‌খিত নাটকগু‌লো মঞ্চস্থ হ‌বে। নাট্যেৎস‌বে উপ‌স্থিত হ‌য়ে মঞ্চে নাটক দেখবার জন্য অামন্ত্রণ জা‌নি‌য়ে‌ছেন ৮দিনব্যাপী নাট্যেৎস‌ব অা‌য়োজনকারী নাট্যদল চাঁদপুর বর্ণ‌চোরা নাট্য‌গো‌ষ্ঠীর সাধারন সম্পাদক শরীফ চৌধুরী ও চাঁদপুর থি‌য়েটার ফোরা‌মের সভাপ‌তি শহীদ পাটওয়ারী।

error: Content is protected !!

Powered by themekiller.com