Breaking News
Home / Breaking News / চাঁদপুরে বিসিকের দুই ফুড ফ্যাক্টরীতে মোবাইল কোর্টে জরিমানা

চাঁদপুরে বিসিকের দুই ফুড ফ্যাক্টরীতে মোবাইল কোর্টে জরিমানা

ষ্টাফ রির্পোটারঃ
চাঁদপুরে বিসিক শিল্প নগরীতে মোবাইল কোর্টে দুই ফুড ফ্যাক্টরীকে জরিমানা করা হয়। ১৫ জানুয়ারি বুধবার এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম। তিনি জানান,বিসিক শিল্প নগরীতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনাকালে মেঘনা ফুড প্রোডাক্টস তাদের বিএসটিআই নিবন্ধন সনদ প্রদর্শনে ব্যর্থ হয়।তাই তাদেরকে ৫ হাজার টাকা জরিমানা করি।
সেই সাথে চাঁদ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির তাদেরকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,মোড়ক ব্যবহারের নিবন্ধন না থাকায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন,২০১৮ অনুসারে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে আদায় করি। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআইয়ের পরিদর্শক ও জেলা পুলিশের সদস্যবৃন্দ।

Powered by themekiller.com