Breaking News
Home / Breaking News / মতলব দক্ষিনে গাছ চাপায় পল্লী চিকিৎসকের করুন মৃত্যু

মতলব দক্ষিনে গাছ চাপায় পল্লী চিকিৎসকের করুন মৃত্যু

মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা গ্রামে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক পল্লী চিকিৎসক গাছের নিচে চাপা পড়ে মারা গেছে।

১৩ জানুয়ারি সোমবার বেলা দেড়টার দিকে ওই ব্যক্তির বাড়ির পাশে গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটে।
এলাকার জিলানী তালুকদার, সুরুজ্জামান, রুহুল আমিনসহ একাধিক ব্যক্তি জানান, মৃত দেলোয়ার হোসেন গাছ কাটার শ্রমিক কাওছারকে নিয়ে নিজের একটি গাছ কাটছিলেন। কাওছার যখন গাছের গোড়া কাটছিলেন, সেই সময়
দেলোয়ার গাছের ডালা কুড়িয়ে নিয়ে অন্যত্র রাখছিলেন। একপর্যায়ে কাওছার চিৎকার করে গাছ পড়ে যাচ্ছে বলে সতর্ক করলেও দেলোয়ার হোসেন সরে যেতে পারেনি। ফলে ওই তুলা গাছের নিচে চাপা পড়েন দেলোয়ার। পরে আশপাশের লোকজন তাকে উদ্বার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে
কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে। কিন্তু দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে বাবুরহাট
নামক স্থানে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গাছ কাটার সময় তার স্ত্রী ও বাড়ির কয়েকজন মহিলা সেখানে উপস্থিত ছিলো। গাছটি পড়ে যাওয়ার আগে সবাই দেলোয়ারকে সরে যেতে বললেও তিনি সরে যাননি। এখানে শ্রমিক কাওছারের
কোনো দোষ আমরা খুঁজে পাইনি।

error: Content is protected !!

Powered by themekiller.com